সব কিছু ভাল লাগে শুধু তোমাকে নয়
লিখেছেন: ' Abdullah shahid' @ বুধবার, জুলাই ২৮, ২০১০ (১০:৪১ পূর্বাহ্ণ)
ভাল লাগে দোয়েলের লেজ নাড়া
ভাল লাগে রমনার মুক্ত উদ্যান
ভাল লাগে শুকনো পাতার মর্মর
ভাল লাগে নদী ঝর্ণার কলতান
তবে ভাল লাগে না মোটেই তোমাকে
আর ভাল লাগে বসন্তের আগমন
ভাল লাগে তখন রবীন্দ্রনাথের কালাম
ভাল লাগে কোকিলের কুহুতান
ভাল লাগে সারি সারি পাখীদের ঝাক
কিন্তু ভাল লাগে না এ সবের স্রষ্টাকে
আরো মধুর লাগে এবরো থেবরো মুখোশ
ভাল লাগে শিল্প ভাস্কর্য ঢাক-ঢোল তবলা
শুধু কি ভালই লাগে, বন্দনা করি সন্ধে সকাল
যখন দেখি স্বদেশের শ্যামল মায়াবী মুখ
তখন স্মরি তোমায় হে জীবনানন্দ দাস।
কিন্তু প্রভূ তোমার নামে গায়ে কেন লাগে আগুন?
যখন আসে বর্ষা বন্দনা করি রবি ঠাকুরের
বন্দনা করি কত সৃষ্টির যখন আসে ফাগুন
যখন আসে বৈশাখ বন্দনা করি রবীন্দ্রনাথের
যখন আসে আষাঢ় তারই কালাম গাই বারে বার
মনে করি যেন এ সকল কিছুর স্রষ্টা তুমি নও
শিল্পী, ভাস্কর আর কবিরা সব কিছুর স্রষ্টা
সাথে আছে আউল-বাউল নেতা নেত্রীরাও
কেন তোমার নামে আমি জ্বলে যাই শত বার
কে বিদ্রোহ করতে শেখায় যখন একবার
কেউ স্মরণ করে তোমারই নাম আকবর
কারণ, তুমি না বলেছ,
যখন উল্লেখ করা হয় নাম এক আল্লার
তখন ভ্রু কুচকে যায় অনেক বান্দার
আর যখন তাকে ছাড়া যা কিছু উল্লেখ করা হয়
তখন সে হয়ে যায় খুশীতে আটখান।
কবিতাটির আইডিয়া নেয়া হয়েছে এ আয়াত থেকে :
যারা পরকালে বিশ্বাস করে না এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে তাদের অন্তর সংকুচিত হয়। আর আল্লাহ ছাড়া অন্য কিছুর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল্ল হয়।
সূরা যুমার, আয়াত ৪৫