লগইন রেজিস্ট্রেশন

আহলে সুন্নাত ওয়াল জামাত!! কানা ছেলের নাম পদ্মলোচন। সুন্নাতের ধারে কাছে নেই, তারা হলো আহলে ….খুরাফাত ওয়াল বিদাত।

লিখেছেন: ' আল মাহমুদ' @ রবিবার, এপ্রিল ২১, ২০১৩ (৭:২৩ অপরাহ্ণ)

আহলে ….খুরাফাত ওয়াল বিদাত। ভাবছেন এ আবার কোন দল !!? না আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী কতিপয় দরবারী খেজুরের কথা বলছি। তবে এর আগে শব্দ গুলোর বিশ্লেষণ করে নেই: আহলে খুরাফাত = কুসংস্কারে অধিকারিগন, ওয়াল বিদাত= ধর্মে অধর্মের অনুপ্রবেশ ঘটনকারিগন, আর হ্যা এটাই এদের পরম পরিচয়, কারণ কাল মানুষকে লাল মিয়া নাম রাখলে যেমন সে লাল রংয়ের হয় না। তেমনি বেদাত,শিরক ও কুসংষ্কার পালনকারি এসব খেজুররা তাদের নাম আহলে সুন্নাহ দিলেই তারা সুন্নী বা রসূলের অনুসারী দল হয় না। এসব নামধারী আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর উপমহাদেশে বেরলভি-সুন্নী-কাদেরী- চিস্তি ইত্যাদি নামে যেসব কুসংষ্কার ও বিদাতের সংযোজন করে তার ফিরিস্তি দেয়ার আগে এদের রাজপথে নামার নেপথ্যে বলে নেই।
হেফাজতে ইসলাম যখন দেশের নাস্তিক্যবাদ-স্যেকুলিজম-ফ্যাসিবাদ-অধর্মের বিরুদ্ধে সেচ্ছার তখন সরকারের স্পষ্ট মদদপুস্ট কতিপয় দরবারি মোল্লারা বি পার্ট নিয়ে রাজপথে নেমেছে। এদের সর্বাগ্রে রয়েছে তরিকত ফেডারেশন-ফরিদুদ্দীন মাসুদ-ওলামালীগ ও সর্বশেষ সংষ্করণ হলে এই ” আহলে খুরাফাত ওয়াল বিদাত”

নামধারী আহলে সুন্নাতের কিছু কাজের ফিরিস্তি:

১-আমাদের মুখ অপবিত্র, তাই মাজারের কবরের আউলিয়াএ কে মিডীয়া ধরে আল্লাহর কাছে চাইতে হবে” এমন ওয়াজ প্রকাশ্যেই করে থাকে এসব ভন্ডরা।
২ রাস্তার মোড়ে মোড়ে সপ্নে প্রাপ্ত মাজার বসিয়ে তাদের পেট চলে,
৩ ওরস, মান্নতের নামে মোশ জবাই এর উতসবে এরা পারদর্শি, এতে প্রচুর পরিমান হিন্দু ধর্মাবলম্বীরাও যোগ দেয়
৪। হিন্দু দের ন্যায় এক এক চাহিদা পুরনের জন্য এক এক বাবার মাজার
- পরালেখার জন্য মিস্কিন শাহ্রর মাজার (চট্টগ্রাম ও মহসিন কলেজের পাশে)
- চিকিৎসার জন্য বদনা শাহ (চট্টগ্রাম মেডীকেলের পাশে)
- সন্তানের জন্য নেংটা ফকিরের মাজার
[-টাকা পয়সার জন্য গরীব উল্লাহ শাহ র মাজার
৫ মাজারে এরা সেজদা করে প্রায় সময়,
৬ আজানের পরে এবং আগে নুতন এডিশন নিয়ে এসেছে।
৭ আমাদের নবী (সাঃ ) কে নুরের তৈরি মনে করে
৮ তাহের সাহেবকে আওলাদে রসূল দাবী করে। অথচ এটা একটা ডাহা মিথ্যা ।
৯ মোহাম্মদ (সাঃ ) এর জন্মদিন পালনের ন্যায় হিন্দুদের জমাস্টমীর মত রেলী করে
১০ তাবলীগ জামাত কে সব সময় হেয় করে
১২ কওমী মাদ্রাসা কে ওহাবি বলে
১৩। ব্রীটিশ এর খন্ডীত ইসলামী শিক্ষার মাধ্যমে এদের জন্ম
১৪ হাট হাজারি মাদ্রাসা হতে কোরান ও হাদিসের চরম অবমাননার (এই ব্যপারে আলাদা পোস্টই হতে পারে, কেউ থাকলে দিয়েন)জন্য বহিস্কৃত তথাকথিত শেরে বাঙলা মাওলানা এদের এখান কার আদর্শ
১৫। এই ধারার সাথে একাত্ববোধ করে বেশির ভাগ লোকই আওয়ামী লীগ সমর্থক।
১৬। চট্টগ্রামের কেন্দদ্রীইয় ছাত্রলীগে এদের ভাব ধারার লোকের সংখ্যায় বেশি
১৭। এদের রাজনৈতিক বেনার ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক মোম্বাতি (মাজারে মোম্বাতি দেয়ার ব্যবসা হতে হয়ত তারা এই প্রতীক নিছে)

১৮ গান-বাজনা,ছেমার মাধ্যমে এবাদত, রাত বিরাতে মানুসের ঘুম নস্ট করা চট্টগ্রামের মানুষ ভালই জানে

১৯, মাদানী কাফেলা(স্থানীয় ভাবে মুনিরীয়া যুব তাবলীগ নামে পরিচিত) নামে পরিচিত (মাদাণী টিভি ও সবুজ পাগড়ী ওয়ালা) এদের সাথে আকিদা গত বিশাল মিল থাকলেও ঝামেলা আছে “গাউসুল আজম ” নিয়ে। এদের গাউসুল আজম মাইজভান্ডারী, মুনিরিয়া দের গাউসুল আজম তফাজ্জল আহম্মদ মুনিরি (এ নিয়ে এদের গত কয়েক বছর আগে বিশাল মারা মার হয়েছিল)। ্যদিও সত্যিকার অর্থে গাউসুল আজম পদবী শব্দটা আল্লাহতাআলা ছাড়া কারো জন্য খাটানো , আল্লাহর শানে শিরকের সমতুল্য,
তাদের বাবার গাউসুল আজম টাইটেল বাঁচাতে যেভাবে জিহাদী জোশে নেমেছিল, হযরত মোহাম্মদ সাঃ এর অবমাননার প্রতিবাদে কোন দিন এদের মাঠে দেখা যায়নি , এবার তারা নামছে হেফাজতে ইসলাম ও জামাতে ইসলাম কে ঠেকানোর নিয়তে হেফাজতে আওয়ামী লীগের ভুমিকায়

হ্যা ভাই, ইহারাই তথাকথিত আহলে সুন্নাত (আসলে হবে বেদাত) ওয়াল জামায়াত

২০। সুন্নতের ধার ধারেনা,
২১। হয্রত মোহাম্মদ (সাঃ ) কে আল্লাহর ন্যায় (অনেকটা খ্রিস্টান দের নবী কে আল্লাহর পুত্র বা আল্লাহ বানিয়ে দেয়ার মত) হাজির নাজির মনে করে,

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১,১১০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

১ টি মন্তব্য

  1. প্রতি যুগে এমন কিছু মুনাফিক ছিল।আজকে এই মাজার পূজারি গুলো হলে সেই মুনাফিকদের উত্তরসুরী।