লগইন রেজিস্ট্রেশন

তোরা প্লাবনে ভেসে যাওয়া খরকুটো।

লিখেছেন: ' আল মাহমুদ' @ শনিবার, জুলাই ১৭, ২০১০ (১১:০৭ পূর্বাহ্ণ)

كذلك يضرب الله الحق والباطل
প্রভূ এভাবেই নির্দেশনা করেন, হক্ব আর বাতিলের;
তোরা খরকুটো-কিংবা আরো অর্থহীন ভেসে যাওয়া প্লাবনের
পানিতে কত আগাছা স্তুপকৃত কত কিছু সব ভেসে চলে।

মক্কায় চলছিল প্লাবন, ইমানের প্রথিত গুপ্ত সম্পদকে তোরা
বলেছিলি এ নহে কিছু সত্যের মুক্তির এতো পাগলের প্রালাপ,
প্রভু উদ্ভাসিত করলেন তার আলোক তার বিজয়ের পতাকাতলে।

তোরা ভেবেছিল এ সভ্যতা কভু রোমান ফারেস আর জগতের
অন্য সকল দম্ভ গর্বের সম্মুখে টিকবে না বাহুবলে, তাই প্রভু
দেখালেন তার জোর, অন্ধকার রাত্রি শেষে নিশ্চয় রবে ভোর।

তোরা ভেবেছিলি মরে গেছে মুহাম্মদ- আবু বকর ওমর হায়দার
এবার দিন এসেছে রাম হোবলে জয়গান গাইবার, মিথ্যা সবি মিথ্যা
প্রভু দেখালেন বারবার। তোরা নিশ্চিহ্ন করতে পারিসনি ঈমানের আলো।

তোরা খরকুটো প্লাবনে ভেসে যাবি, স্তুপ হয়ে থাকা তোদের অন্যায় আর
মিথ্যার সম্ভার, চূর্ন হয়ে যাবে ঈমান-আলো আর প্রতিভার উচ্ছাষে,
আর এমনি দেখেছি শতাব্দি-সহস্র আর যূগের আবর্তে ।

তোরা গর্জেছিলি, ফুসঁ-ফাষঁ, হালুম-হুলুম আর তর্জ গর্জন করে,
যেন খাই খাই, আমি রাজা আর কেউ নাই সবাই আমায় ডরে।
প্রভু নিস্তবদ্ধতা থেকে গর্জে উঠেন তোরা হ খামোশ চুপ,
আসে প্লাবন তোরা খরকুটো ভেসে যা প্রকৃতির জোয়ারে।

* সূরা রাদের চৌদ্দতম আয়াত অবলম্বনে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)