লগইন রেজিস্ট্রেশন

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি ……। ইয়াছমিন ঝড় নয়; সেক্যুলরদের কবর রচনা।

লিখেছেন: ' আল মাহমুদ' @ রবিবার, জানুয়ারি ৩০, ২০১১ (৩:২৩ অপরাহ্ণ)

সাম্প্রাতিক তিউনিসিয়ার বেন আলীর কড়া সেক্যুলরিজমের প্রকাশ করেছে বি-বি-সির এই প্রতিবেদন। সমমনা ফারাওপন্থী মিশরেও লেগেছে হাওয়া, ধারনা করা হচ্ছে বাতাস সমানতালে আঘাত হানবে সব সেক্যুলর শাষকদের শিবিরেই। এ ক্ষেত্রে তাদের সাবধান হয়ে শুধরে যাওয়া কিংবা পলায়ন করা ছাড়া গতান্তর নেই, মিশরের মোবারক গভমেন্টের ধ্বজ্বা মাটিতে পদানত হবার পথে, কারজাভী সাহেব পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্টকে পদত্যাগ ও দেশান্তরের। আমাদের দেশের সেক্যুলরদের বুঝা উচিত এখানেও ৯০% মানুষের ধর্মীয় পরিচয় ও স্বার্থ ও স্বাধীকারের বিরোধীতা করে জায়ন-পৌত্তলিকদের স্বার্থে নাচার পরিনাম কখনোই শুভ হবে না।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১০৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৪.০০)

৪ টি মন্তব্য

  1. আমাদের দেশের সেক্যুলরদের বুঝা উচিত এখানেও ৯০% মানুষের ধর্মীয় পরিচয় ও স্বার্থ ও স্বাধীকারের বিরোধীতা করে জায়ন-পৌত্তলিকদের স্বার্থে নাচার পরিনাম কখনোই শুভ হবে না।@সহমত।

  2. 100 % ok. Amader desher manush jodi joly jai taholy obossoy somossa hoby sakularder.


  3. সমমনা ফারাওপন্থী মিশরেও লেগেছে হাওয়া, ধারনা করা হচ্ছে বাতাস সমানতালে আঘাত হানবে সব সেক্যুলর শাষকদের শিবিরেই।

    এতে খুশি হওয়ার কিছু নেই। কারণ তারা তাদের চাইতে আরও খারাপদের দ্বারা রিপ্লেস্‌ড হবে।

    কারজাভী সাহেব কি মিসরের জনগণকে সো-কল্ড গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করার আহবান জানিয়েছেন?

    আল মুরতাহিল

    @হাসান আল বান্না, তবে স্বৈর মোবারককেও সমর্থনের যৌক্তকতা মানার মতো নয়।
    তিউনিসের পথ ধরে চলতে গেলে এখানে কট্টর মডারিজমের দাফন হবে এটা শুকরিয়ার বিষয় অবশ্যই, মুসলিম বিশ্বের উত্থানের সাথে সাথে এমেরিকা ও ইউরোপের পতনটাও কাম্য নতুবা ইসলামিস্টদের ক্ষমতায়ন ও ইসলামী শাষণ ব্যাবস্থা তুলনামুলক লড়াই ও সংঘর্ষের পথেই চালাতে হবে।
    একটা ব্যাপার হলো গনতন্ত্রের বিপরীতে রাজতান্ত্রিক ক্ষমতায়ন যদি ইসলামি করনের জন্য হয় স্যেকুলর ও মডারাইজেশনমুক্ত হয় তবে রাজতন্ত্র অবশ্যই ভাল, কিন্তু শাষক যদি সর্ব ক্ষেত্রেই সেক্যুলরিজমকে জোর করে চাপিয়ে দিতে চায় তবে বিদ্রোহ ও গনতান্ত্রিক চর্চাই আমার কাছে উত্তম মনে হয়।