লগইন রেজিস্ট্রেশন

“যারা আল্লাহর রাহে হত্যা হয় তাদেরকে তোমরা মৃত ভাবিও না, বরং তারা জীবিত”

লিখেছেন: ' আল মাহমুদ' @ বুধবার, মে ৪, ২০১১ (৬:০১ অপরাহ্ণ)

ا تأسفن على غدر الزمان لطالما…رقصت على جثث الأسود كلاب
لا تحسبن برقصها تعلو على أسيادها…تبقى الأسود أسودا والكلاب كلاب
تبقى الأسود مخيفة في أسرها…حتى وإن نبحت عليها كلاب
تموت الأسد في الغابات جوعا… ولحم الضأن تأكله الكــلاب
যূগের ব্যার্থতার জন্য আফসোস করোনা, তা যতই নিদারুন হোকনা কেন
কুকর যতই মৃতসিংহের লাশের উপর নাচুক সে কুকরই থেকে যাবে,
সিংহ কখনো কুকুরের চাইতে মর্যাদায় হীন নয়।
যদিও কখনো সে মৃতদেহ নিয়ে তামশা করে
তবুও সিংহ সিংহ , কুকুর কুকুর, কখনো সমান নয় ।
ক্ষুদা তৃষায় সিংহ আরন্যে তার শিকার না পেয়ে মারা গেলেও
সে সিংহই থাকে, তার সম্মান সিংহেরই;
আর কুকুর লীলায় মত্ত হয় মানুষের উচ্ছিষ্ট খেয়ে।
আরবী কবিতার ভাবনুবাদ ।
অদ্ভুদ এই বিপ্লবীদের জীবন। যাহাদের নাম ভাবলেই মনে হয় না জানি তাহারা কত হিংস্র জীব। বাঘ ভালুকের মতই ইহারা মানুষ দেখিলেই হালুম করিয়া ঝাপাইয়া পরে, কুটিল ফনাধর সর্পের মত দংশন করিতে ছুটিয়া আসে, কিন্তু হায় বিপ্লবীদের সংশ্পর্ষে যারা একদিন বা মুহুর্তের জন্য আসিয়াছে তাহারাই জানে ইহা কতবড় মিথ্যা। _____ নজরুল ইসলাম।
“আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি একজন পবিত্র যোদ্ধা ছিলেন” ইসমাঈল হানিয়া
যদিও অনেকটা ছেলে খেলার মতই দেখাগেল এই দীর্ঘ নাটকের সমাপ্তি। বরংচ বাচ্চারাও এর চাইতে সুন্দর গুছিয়ে বলতে পারে। হোইট হাউজের মুখপাত্রর মাধ্যমে প্রথমে দাবি করা হলো ওসামা অস্ত্র নিয়ে লড়াই করছিল তাই তাকে গুলি করা ছাড়া জীবিত ধরা সম্ভব হয়নি। এরপরে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান বললেন সে নিরস্ত্র ছিল কিন্তু একজন মহিলাকে ঢাল হিসেবে আত্মরক্ষার চেস্টা করায় তাকে গুলি করে মারা হয়েছে। !!! এতবড় ফোর্সের পক্ষে একটা জীবিত নিরস্ত্র লোককে জ্যান্ত ধরা সম্ভব হয়নি!! তারপর আবার তাকে ইসলামী কায়দায় !! (হটাৎই খুব ইসলামী নীতিবান) সাগরে সমাহিত করা হলো। কি মৃত লাদেনকেও বোধয় খুব ভয় হচ্ছিল!!! পুরো ব্যাপারটাকে কেমন ছেলেমি মনে হচ্ছে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৩৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

২ টি মন্তব্য

  1. কি মৃত লাদেনকেও বোধয় খুব ভয় হচ্ছিল!!! (Y)

    hafes_alamin

    @মুসাফির, 100% Right.