আপনার জিজ্ঞাসা ??? আসছে ………………………….
লিখেছেন: ' ABU TASNEEM' @ রবিবার, মে ১৩, ২০১২ (৬:৩৪ পূর্বাহ্ণ)
বাংলা ইসলামী ওয়েব সাইট গুলির ভেতরে আমার প্রিয় ওয়েব সাইট গুলির একটি হচ্ছে কুরআনের আলো . কম তাদের ওয়েবসাইটের নতুন আয়োজন “আপনার জিজ্ঞাসা” ওয়েবসাইট। খুব শিগ্রহী আসছে!!!
কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী প্রশ্ন – উত্তরের ডাটাবেজ সম্বলিত একটি ওয়েবসাইট। এই সাইটের উদ্দেশ্য হল মুসলিম বা অমুসলিম সকল ধরনের মানুষের ইসলাম বিষয়ক জিজ্ঞাসার বুদ্ধিদীপ্ত ও নির্ভরযোগ্য উৎস (কুর’আন এবং সহিহ হাদিস) থেকে সঠিক জবাব উপস্থাপন করা; এবং সাধারন ও ব্যক্তিগত সামাজিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা।
“আপনার জিজ্ঞাসা” ওয়েবসাইটের লক্ষ্য হলঃ
■ মুসলিম ভাই ও বোনদের ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করা ও পরিচিত করানো।
■ সবচেয়ে নির্ভরযোগ্য উৎস (কুরআন এবং সহিহ হাদিস) থেকে আমাদের সাধ্যমত মানুষের জিজ্ঞাসার জবাব খুঁজে দেওয়া।
■ মুসলিমদের জন্য ইসলামের সাথে প্রাসঙ্গিক সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করা।
ওয়েবসাইট চালুর প্রথম দিকে আমরা কোন প্রশ্ন গ্রহণ করব না। আমাদের ডাটাবেজে প্রায় ১২০০ প্রশ্ন যোগ করা হবে “فتاوى أركان الإسلام – ফতওয়া আরকানুল ইসলাম” এবং “مُـخْتَصرُالفِقْه الإسْلامِيّ – কুরআন ও সুন্নার আলোকে ইসলামী ফিকাহ” বই থেকে। এছারাও শায়খ ছলেহ আল মুনাজ্জিদ এর ওয়েব সাইট ইসলামী প্রশ্ন উত্তর এর সব ফাতাওয়া আরবি থেকে বাংলায় অনুবাদ করে পোস্ট করা হবে। পরবর্তীতে আমরা মুফতিদের আমাদের ওয়েবসাইটে নিয়োগ করব যারা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। ইনশাআল্লাহ্।
[...] আগের পোস্টে এত বড় একটা সুখবর দিলাম ( আপনার জিজ্ঞাসা ??? আসছে ………………………….) তবুও কেউ কোন কমেন্ট করলো না । এমনকি [...]
(এক অফটপিক প্রশ্ন)
আচ্ছা কাহিনীগুলো সম্পর্কে আপনার কি মত ??? কুরআন ও হাদীসের আলোকে জানাবেন আশা করি।
১)আবুত তাইয়াহ(রহ) বর্ণনা করেন,মুতাররাফ (রহ) প্রতিদিন প্রত্যুষে কবর যিয়ারাত করতেন। কিন্তু শুক্রবার রজনীর একাংশ অতিবাহিত হওয়ার পর অন্ধকারে কবর যিয়ারাত করতেন। বলা হয় যে, তাঁর চাবুকটি রাতের আঁধারে জ্বল-জ্বল করত। একরাতে তিনি ঘোড়ায় আরোহণ করে গোরস্তানে পৌঁছে দেখতে পেলেন,প্রত্যেক কবরবাসী স্ব স্ব কবরে উপবিষ্ট। তাঁকে দেখে সবাই সমস্বরে বলে উঠল,ইনি মুতররাফ যিনি প্রতি শুক্রবার আমাদের কাছে আসেন। আমি (বর্ণনাকারী) জিজ্ঞেস করলাম,তোমরাও কি শুক্রবার সম্পর্কে জানতে পার? তারা বলল,হ্যাঁ, ঐ দিন পাখিরা যাকিছু বলে,তাও শুনতে পাই। আমি জিজ্ঞেস করলাম, পাখিরা কি বলে? তারা বলল, পাখিরা বলেঃ সালাম,সালাম। (কিতাবুর রূহ, পৃঃ ৩)
২)শাবীব ইবনে শাইবা বলেন, মৃত্যুর সময় আমার মাতা অসিয়ত করে গিয়েছিলেন যে, দাফন করার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে বল্বেঃ হে উম্মে শাবীব! লা ইলাহা ইল্লাল্লাহ পড়। তিনি বলেন,অতএব দাফন করার পর আমি তাঁর কবরের পাশে দাঁড়িয়ে তার অন্তিম ওসিয়ত পূর্ণ করলাম। রাতে তাঁকে স্বপ্নে দেখলাম- তিনি বলছেন, বতস! লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমাকে রক্ষা না করত, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। শাবাশ বেটা! তুমি অসিয়ত স্মরণ রেখছ। (কিতাবুর রূহ, পৃঃ ১৫)
৩)রাজা ইবনে হায়াতের মৃত্যুর পর এক পুণ্যবতী মহিলা তাকে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আপনার প্রত্যাবর্তন কিসের দিকে হয়েছে? তিনি জবাব দিলেন,মঙ্গলের দিকে। কিন্তু মরণের পর আমি হতভম্ভ হয়ে গিয়েছিলাম এবং ধারণা করেছিলাম যে, কিয়ামত এসে গেছে। তিনি জিজ্ঞেস করলেন কেন? রাজা জবাব দিলেন,জাররাহ এবং তার সাথী সমস্ত সাজ-সরঞ্জাম নিয়ে জান্নাতে প্রবেশ করেছিলেন। ফলে জান্নাতের দরজায় ভীড় হয়ে গিয়েছিল। ((কিতাবুর রূহ, পৃঃ ২৯)
৪)আলী ইবনে আবি তালিব কাইরুয়ানী বলেনঃ ওমায়েরের স্বপ্নের ঘটনা ততটুকু বিস্ময়কর নয়,যতটুকু বিস্ময়কর আবু মুহাম্মদ আবদুল্লাহর ঘটনা। যা আমরা শহরে স্বচক্ষে দেখেছি। আবদুল্লাহ একজন সৎ লোক ছিলেন। তিনি স্বপনের মাধ্যমে মৃতব্যাক্তির গোপনীয় কথা জেনে ফেওলতেন এবং আত্মীয়স্বজনদের বলে দিতেন। এ ব্যাপারে তিনি কামালিয়াত বা পারদর্শিতা লাভ করেছিলেন,ফলে অল্প দিনেই তিনি প্রসিদ্ধি লাভ করলেন।(কিতাবুর রূহ, পৃঃ ৪৯)