হানাফী পুরুষ ? নিজের স্ত্রীকেও চিনে না !!!
লিখেছেন: ' ABU TASNEEM' @ বুধবার, অক্টোবর ১০, ২০১২ (৬:২৪ পূর্বাহ্ণ)
৩৬৮ বার পঠিত
লিখেছেন: ' ABU TASNEEM' @ বুধবার, অক্টোবর ১০, ২০১২ (৬:২৪ পূর্বাহ্ণ)
কোণ্থেকে কোন ফতোয়া এনে হানাফি মাযহাবের বিরুদ্ধে প্রচারনা করছেন কার সার্থে ভালভাবে ভেবে দেখবেন।অপর দিকে আপনাকে পাশ্চাত্যের কুকুর সৌদী সরকারের সিলেবাসে পড়া আলেমদের লেখা বই এর প্রচারনাও করতে দেখা গেছে এই ব্লগেই।ইমাম আবু হানিফা রঃ
কিন্তু আল্লাহর একজন পরীক্ষীত ওলী।হাদিস(http://www.peaceinislam.com/wp-admin/post.php?action=edit&post=6006) অনুযায়ী কিন্তু আপনি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষনা দিলেন(নাউযুবিলল্লাহ)।তওবা না করে থাকলে যাদের সার্থে এ কাজ করছেন তাদের ও নিজের কি পরিনতি কি হয় দেখতে থাকুন।
আগে পিছে বাদ দিয়ে মাঝখান নিয়ে টানাটানিই আহলে হদসের মূলমন্ত্র।
আপনার এই পোষ্টের জবাব দিয়ে কোন লাভ নেই। কারন যাদের কাধে শয়তান সওয়ার হয় তাদেরকে বুঝানোর সাধ্য কার।
শুধু একটি হাদিস দিলাম …
عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فَلَهُ أَجْرٌ
হযরত আমর বিন আস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যখন কোন বিশেষজ্ঞ হুকুম দেয়, আর তাতে সে ইজতিহাদ করে তারপর সেটা সঠিক হয়, তাহলে তার জন্য রয়েছে দু’টি সওয়াব। আর যদি ইজতিহাদ করে ভুল করে তাহলে তার জন্য রয়েছে একটি সওয়াব। {সহীহ বুখারী, হাদিস নং-৬৯১৯, সুনানে আবু দাউদ, হাদিস নং-৩৫৭৬, সহীহ মুসলিম, হাদিস নং-৪৫৮৪}
যদি মুজতাহিদগণ ভুল করে থাকেন তবে এক সওয়াব পেয়ে গেছেন। অপেক্ষায় থাকুন হাশরের মাঠে যখন মুজতাহিদগণ হবে মজলুম, আপনি হবেন জালেম এবং বিচারক হবেন আল্লাহ তায়ালা।
অপেক্ষায় থাকুন ……………..
রাসূল স. এরশাদ করেছেন,
ওহে সে সম্প্রদায় যারা মুখরোচক ইসলাম গ্রহন করেছে অথচ ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তোমরা মুসলানদের কষ্ট দিও না, তাদের লজ্জা দিও না, তাদের দোষ-ক্রুটি খুঁজে বের করো না, কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ক্রুটি অনুসন্ধান করে আল্লাহ তার দোষ ক্রুটি অনুসন্ধান করবেন। আল্লাহ যার দোষ-ক্রুটি অনুসন্ধান করে বের করে তাকে লাঞ্ছিত করবেন যদিও সে তার ঘরের ভিতরে থাকে। (তিরমিযি)