নতুন ফিচার এবং একটি সংবাদ
লিখেছেন: ' কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]' @ শুক্রবার, নভেম্বর ২০, ২০০৯ (৪:৩৭ পূর্বাহ্ণ)
আসসালমু আলাইকুম,
আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের বর্তমান ব্লগার সংখ্যা ৭৮। অতি অল্প সময়ে এতজন ব্লগার আসার পেছনে আপনাদের অবদানই সবচেয়ে বেশী , কেননা অফিশিয়ালি আমরা এখনও প্রচার কার্যক্রম শুরু করি নাই ।
এইজন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহু সুবহানাহু তাআলার নিকট অশেষ শুকরিয়া।
সম্প্রতি আমরা নতুন একটি ফিচার যোগ করেছি । যেকোন সময় আপনারা বর্তমান ব্লগার সংখ্যা দেখতে চাইলে ডান দিকের উইজেড “ইউজার অনলাইন” এ ক্লিক করুন । তাহলে দেখতে পারবেন :
সর্বমোট ইউজার: ৭৮
ওয়াস্সালাম ।
কর্তৃপক্ষ [ পিস ইন ইসলাম ]
৯৭ বার পঠিত
ওয়ালাইকুম আসসালাম,
১. বিজয় কি-বোড লে-আউট টি যোগ করলে ভাল হয়।
২. তাৎক্ষণিক অনলাইনে কতজন আছে তা দেখার জন্য রিফ্রেশ করতে হয়, কাজেই এই সুবিধাটা সয়ংক্রিয় করলে ভাল হয়।
জাজাকাল্লাহ।
ব্লগটি তে আরো কি কি এড করা যেতে পারে সে বিষয়ে পোষ্ট আকারে আমার মত প্রকাশ করবো আজ বা কালকের মধ্যে।
নতুন সংযোজন টি দেখে খুশি হলাম। ব্লগের সাফল্য কামানা করছি।
বলগে বিজয় এবং ইউনিজয় বাংলা কি বোর্ড চাই। তাড়া তাড়ি দিলে ভাল হয়।