প্রশ্ন ও উত্তর – ১ বিষয় : তালাক
লিখেছেন: ' কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]' @ সোমবার, নভেম্বর ২৩, ২০০৯ (১০:০৩ অপরাহ্ণ)
প্রশ্ন: একজন মানুষ ফোনের মাধ্যমে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হলে এক সময় সে তোমাকে তালাক দিলাম বলে ফেলে। এখানে সে এক তালাক অথবা দুই তালাক বা তিন তালাক বলে নাই, শুধু তালাক দিলাম বলেছে, উক্ত সময় তার স্ত্রী পাচঁ মাসের গর্ভবতী ছিল এবং মেয়েটি তাহার বাবার বাড়িতেই ছিলো, এই ঘটনার প্রায় এক বছরের কাছাকাছি আজ পর্যন্ত স্বামী এবং স্ত্রীর উভয়েরই যোগাযোগ নেই। এখন আমার প্রথম প্রশ্ন হলো তালাকের বিষয় নিয়ে, এই ( তালাক দিলাম) শব্দটি কতটুকু কার্যকর হতে পারে। তাছাড়া স্বামী-স্ত্রী বছর পার হয়ে যাচ্ছে বিছিন্ন অবস্তায়, এবিষয় কি বলেন। বিশেষ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, সেই সাথে অভিজ্ঞ ভাইদের।
লিখেছেন: ‘ Azahrul islam’ @ বুধবার, নভেম্বর ১১, ২০০৯ (৮:০৬ পূর্বাহ্ণ)
উত্তর: প্রশ্নে বর্নিত শব্দ “তোমাকে তালাক দিলাম” এর দ্বারা স্ত্রীর উপর শুধু এক তালাক রেজয়ী পতিত হয়েছে । ইদ্দতের মধ্যে “রাজায়াত” “তথা ফিরিয়ে আনার” সুযোগ থাকা সত্বেও স্বামী যেহেতু রাজায়াত (ফিরিয়ে আনেন নাই ) করেন নাই , বিধায় ইদ্দত অতিবাহিত হবার পর তা বায়েনা হয়ে গেছে । বর্তমানে যদি ঐ স্ত্রীকে নিয়ে পুনরায় ঘর সংসার করতে চায় তাহলে নতুন ভাবে মহর নির্ধারন করে বিবাহ নবায়ন করে নিলে যথেষ্ঠ হবে ।
আল্লাহতাআলা সর্ব বিষয়ে জ্ঞানী ।
উত্তর দিয়েছেন :
মুফতী রফীকুল ইসলাম
ইসালমিক রিসার্চ সেন্টার , বসুন্ধরা ।
ফতোয়ার মুল কপি সংযুক্ত করা হলো :
খুব ভাল কাজ।
কর্তৃপক্ষ আমারও একটি বিষয় জানার ছিল। যদি আমাকে জানান তো ভাল হয়। কথাটি হল,- কোন এক দম্পত্তি তাদের যে কোন কারনে সন্তান হচ্ছেনা। এমতো অবস্থায় তারা যদি স্ত্রীর ডিম্বানু ও স্বামীর শুক্রানু ২য় এক মহিলার গর্ভে প্রতিস্থাপন করেন তাহলে এই প্রক্রিয়া ইসলামের দৃষ্টিতে বৈধ না অবৈধ হবে? ধন্যবাদ।
@মর্দে মুমিন,
আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি জানেন আমরা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে “উত্তর” সংগ্রহ করে থাকি । এতে কিছুটা সময়ের প্রয়োজন ।
@shane2k,ভাই আপনি যদি কষ্টকরে বাংলায় লিখেন তাতে আমাদের জন্য সহজ হতো।
ব্লগারদের মধ্যে কনফিউশন তৈরী হয় , তাই ইংরেজী কমেন্ট মুছে দেয়া হয়েছে ।
ওয়াস-সালাম।
কর্তৃপক্ষ [ পিস ইন ইসলাম ]