মতামত চাই
লিখেছেন: ' কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]' @ মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০০৯ (৫:১৮ পূর্বাহ্ণ)
আস-সালামু আলাইকুম,
পিস ইন ইসলাম সাইটের ডান দিকে আপনারা হয়ত খেয়াল করেছেন “পরিসংখ্যান” নামক লিংটি । এই লিংটি সবসময় এক দিন আগের লেটেস্ট ব্লগারদের পরিসংখ্যান দেখায় যারা সবচেয়ে বেশী পোস্ট করেছেন।
আপনারা কি মনে করেন এই ফিচারটি ইন্টারেসটিং কিংবা প্রয়োজনীয় ? অথবা এই ফিচারকে আরো Improve করা যায় ? এমন যেকোন ধরনের মতামত আমাদের সাথে শেয়ার করুন।
ওয়াস-সালাম।
কর্তৃপক্ষ [ পিস ইন ইসলাম ]
৪২ বার পঠিত
আসসালামু আলাইকুম,
পরিসংখ্যান বিষয়টি চমৎকার তবে আরেকটু আপডেট করলে মনে হয় ভাল হতো। যেমন: টপ ১০ ব্লগার।
শুকরান।
আসসালামু আলাইকুম।
ব্লগিং এ যারা নতুন তাদের জন্য এটা প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে। কারন স্বভাবতই চাইবে তার নাম এই পরিসংখ্যান এ থাকুক। আর প্রতিযোগিতার মন মানসিকতা সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে হয়। যেমন অপ্রাঙ্গিক, অপ্রয়োজনীয় পোষ্ট। যার কারনে সাইটের আসল উদ্দেশ্য ব্যহত হতে পারে। অবশ্য এর ভালো দিক ও অস্বীকার করা যায় না।