নতুন ফিচার “!রিপোর্ট করুন !” যুক্ত করা হল
লিখেছেন: ' কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]' @ শুক্রবার, জানুয়ারি ২২, ২০১০ (২:১৯ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
পিস-ইন-ইসলাম সাইটে নতুন ফিচার যুক্ত করা হল। যে কোন পোষ্টের বিস্তারিত পাতাই গেলে আপনি পোষ্টের নিম্নে “! রিপোর্ট করুন !” লিংকটি দেখতে পাবেন। কোন পোষ্ট আপানার কাছে আপত্তিকর মনে হলে আপনি এ লিংকটির মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করতে পারবেন।
পিস-ইন-ইসলামের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
জাজাকুমুল্লাহু খাইরান।
৪৩ বার পঠিত