পিস-ইন-ইসলাম সাইটে দুইটি নতুন ফিচার যুক্ত করা হল
লিখেছেন: ' কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৩, ২০১০ (১২:১৭ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
পিস-ইন-ইসলাম সাইটে নতুন ফিচার যুক্ত করা হল। যে কোন পোষ্টের বিস্তারিত পাতাই গেলে আপনি পোষ্টের নিম্নে দুইটি লিংকটি দেখতে পাবেন। ১) স্যসিয়ালেবল প্লাগইন ও ২) পোষ্ট রেটিং।
১) স্যসিয়ালেবল প্লাগইন :
ইহা দেখতে নিম্নরূপ :
ইহার মাধ্যমে আপনি নির্দ্দিষ্ট কোন পোষ্ট অন্য কোন সোস্যাল নেটওয়ারর্কে সহজে সেয়ার করতে পারবেন।
২) পোষ্ট রেটিং:
ইহা দেখতে নিম্নরূপ :
ইহার মাধ্যমে আপনি যে কোন পোষ্ট আপনার পছন্দ অনুযায়ী রেটিং করতে পারবেন। সর্বচ্চো ৫ থেকে সর্বনিম্ন ১ পর্যন্ত রেটিং করা যাবে।
পিস-ইন-ইসলামের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
জাজাকুমুল্লাহু খাইরান।
৭৭ বার পঠিত
বিশেষ করে রেটিং এর ফিচারটির জন্য ধন্যাবাদ।
এতে করে অন্তত সবার মতামত বোঝা যাবে।
ধন্যবাদ।
আমি নিজের প্রোফাইল চেঞ্জ করব কিভাবে?