পিস-ইন-ইসলাম- ব্লগে আজ থেকে প্রশ্ন-উত্তর বিভাগ চালু করা হল।
লিখেছেন: ' কর্তৃপক্ষ ( পিস-ইন-ইসলাম )' @ শুক্রবার, মে ১৪, ২০১০ (১২:৩৯ অপরাহ্ণ)
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমরা অত্যন্ত্ আনন্দের সাথে ঘোষনা করছি যে, পিস-ইন-ইসলাম- ব্লগে আজ থেকে প্রশ্ন-উত্তর বিভাগ চালু করা হল। প্রশ্ন-উত্তর বিভাগের উদ্দেশ্য হল, এখানে ব্লগাররা ইসলাম সম্মন্ধে যে কোন প্রশ্নের উত্তর সরাসরি সহীহ আলেম থেকে জেনে নিতে পারবেন। এখানে প্রশ্নের উত্তরের সাথে উপযুক্ত দলীল এবং যে আলেম থেকে উত্তর সংগ্রহ করা হবে তাহারও বিস্তারিত তথ্য সংযুক্ত থাকবে।
ইদানিং ব্লগে কিছু সংখ্যক পোষ্ট আসে সেগুলো আনেক সময় আহলে সুন্নাতুল জামাতের মতবাদের সাথে সাংঘর্ষিক, এর সমাধানকল্পে আমরা এখন থেকে প্রশ্ন-উত্তর বিভাগের মাধ্যমে ইসলামের সঠিক বিষয়গুলো ব্লগে ধারাবাহিকভাবে উপযুক্ত রেফারেন্সসহ প্রকাশ করে যাব।
আশাকরি প্রশ্ন-উত্তর বিভাগের মাধ্যমে আমরা ইসলাম সম্মন্ধে বিস্তারিতভাবে জানতে পারবো। মহান আল্লাহতায়ালা আমাদের ইসলাম সঠিকভাবে বুঝার ও মানার তৈফিক দান করুক। আমীন।
জাজাকআল্লাহু খাইরান
Processing your request, Please wait....













(৩ভোট, গড়: ৩.৩৩)
প্রশ্ন-উত্তর বিভাগ নিয়ে আপনাদের কোন মতামত থাকলে উহা সবিনয়ে এখানে লিখতে পারেন।
সুন্দর পদক্ষেপ।
আসসালামু আলাইকুম,
সুন্দর চেষ্টা।
কোন কোন আলেম থেকে ফতোয়া দেয়া হবে তাদের সম্পর্কে বিস্তারিত জানালে খুব খুশি হতাম।
ফতোয়া গুলি কি শুধুমাত্র নির্দিষ্ট কোন মাযহাব ভিত্তিক অথবা সকল মাযহাবের আলোচনা হবে?
@Abu_Aasiyah,
ওয়ালাইকুম সালাম ,
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ।
কোন কোন আলেম থেকে ফতোয়া দেয়া হবে তাদের সম্পর্কে বিস্তারিত জানালে খুব খুশি হতাম।
ধীরে ধীরে সেগুলো আমরা পর্যায়ক্রমে প্রকাশ করব । আমাদের রিসোর্স কম হবার কারনে আপনাদের অনেকে কমেন্টের জবাব সঠিক সময়ে দিতে পারা যায় না বলে দু:খিত । শুধু বসুন্ধরা রিসার্চ সেন্টার নয়, আরো অনেকে গবেষনা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে । কোনো সিদ্ধান্তে আসা গেলে সেটা আপনাদের সঠিক সময়ে জানানো হবে ইনশাল্লাহ ।
ফতোয়া গুলি কি শুধুমাত্র নির্দিষ্ট কোন মাযহাব ভিত্তিক অথবা সকল মাযহাবের আলোচনা হবে?
বাংলাদেশের অধিকাংশ মুসলমান ইসলামিক ফিকাহ এর ক্ষেত্রে হানাফী মাজহাবের অনুসারী হওয়ায় আপাতত “হানাফী মাজহাবের” আলোকে উত্তর দেয়া হবে । প্রয়োজনবোধে পরবর্তিতে অন্য মাজহাবের উত্তর সংগ্রহ করা হবে ইনশাল্লাহ ।
ওয়াসসালাম।
শুভ উদ্যোগ। তবে আবু আয়শার মতো আমারও একই প্রশ্ন। আপনাদের এই বসুন্দরা ইসলামিক রিচার্স ওয়ালারা কারা? আমার মনে হয় এই বিষয়ে বিভিন্ন মদহাবের জ্ঞানী ব্যাক্তি যারা দুনিয়াও আখেরাত সম্পর্কে ভাল জ্ঞান রাখেন তাদের নিয়ে একবোর্ড করে সর্বসম্মত ভাবে জবাব দিলে ভাল হবে।