সকাল-সন্ধ্যায় মসজিদে যাওয়ার ফযীলত
লিখেছেন: ' আহমাদ' @ সোমবার, অগাষ্ট ২৭, ২০১২ (১২:২৬ অপরাহ্ণ)
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: “কোন ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়াত করে, আল্লাহ্ তার জন্য জান্নাতে ততবারে মেহমানদারীর সামগ্রী তৈরী করে রাখেন।” [বুখারী: ৬৬২]
৭৯ বার পঠিত
আলহামদুলিল্লাহ।
সুবাহানাল্লাহ। জাযাকাল্লাহ।