বাঙ্গালিরে লাইনে আনতে চায়না বুদ্ধি
লিখেছেন: ' ameem' @ সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০১১ (৩:০৪ অপরাহ্ণ)
যানজট কমানোর উদ্দেশ্যে একটা বুদ্ধি বাইর করছে আমাগো সরকার। রাস্তায় জোর সংখ্যাবিশিস্ট নাম্বারের গাড়ি একদিন চলবো, আর একদিন চলবো বেজোর সংখ্যাবিশিস্ট নাম্বারের গাড়ি। এই হিসাবে গাড়ির সংখ্যা অর্ধেক হয়া যাইব রাস্তায়। বলা হইসে এই নিয়ম শুধু ছোট খাটো গাড়িগুলার বেলায় খাটবো।
এই বুদ্ধি কিন্তু আমাগো বুদ্ধিজিবিগো না, এইটা ধার করা বুদ্ধি। অলম্পিক খেলার সময় চায়নারা এই বুদ্ধি কামে লাগাইয়া ফল পাইছে। কিন্তু বাঙ্গালিরে চায়না বুদ্ধিতে কতটুকু সামলান যাইব, সেইতা দেখনের বিষয়।
চায়নাগো যে বিষয়তা আমরা জানি, সেইটা হইলো অগো ভালিডিটি কম। পানির দরে দুনিয়ার সেরা প্রযুক্তি অরা বানানের কায়দা শিখছে, কিন্তু এক বছরের মধ্যেই সেইগুলা বিকল হয়া যায়। অগো জোর বেজোরের বুদ্ধিও কিন্তু পার্মানেন্ট না, অলম্পিক খেলা যে কয়দিন চলে, সে কয়দিনের জন্য। এই বুদ্ধি বাঙ্গালিরে বেশিদিন খাওয়ানের ধান্দা করলে সরকাররে পস্তাইতে হইবো। যাগোর বেজোর নাম্বার এর গাড়ি আছে, তারা জোর নাম্বার দেইখা আর একটা গাড়ি কিনা ফালাইবো। যাগর ছোট গাড়ি, সেইতা বেইচা তারা বড়টা কিনবো। সরকারের উচিত অন্য বুদ্ধি বাইর করা।
বাঙ্গালিরে লাইনে আনতে বাঙ্গালি বুদ্ধি লাগবো, চায়না বুদ্ধিতে কাম নাই।
বাঙ্গালিরে লাইনে আনতে বাঙ্গালি বুদ্ধি লাগবো, চায়না বুদ্ধিতে কাম নাই।
ভাল লিখলেন। ধন্যবাদ