লগইন রেজিস্ট্রেশন

বিষয় : ড. জাকির নায়েক

লিখেছেন: ' আবদুস সবুর' @ মঙ্গলবার, মার্চ ২০, ২০১২ (৯:২২ পূর্বাহ্ণ)

এই পোষ্টটি আমার একভাইকে দেয়া কিছু প্রশ্নের জবাব। কপি-পেষ্ট করে দিলাম।
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
কিছু ভাইকে দেখা যাচ্ছে ড. জাকির নায়েকের অন্ধ অনুসরন করছেন। তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে ড. জাকির নায়েক সকল ভুল-ক্রটির উদ্ধে এবং যেই তার বিরুদ্ধে কথা বলবে সেই মাযার পুজারি, কবর পুজারি।
আমিও তার ভক্ত তবে তার ভুল হলে সেটাও মেনে নেব এরকম ভক্ত নই। আমাদের কারো উচিত নয় কারো প্রতি এত অন্ধ ভক্তি রাখা যেন তিনি সকল ভুল-ক্রটির উদ্ধে।

ড. জাকির নায়িক সম্পর্কে শরীয়া ইনষ্টিটউট আমেরিকা’র ফাতওয়া………….

http://central-mosque.com/index.php/society/avoiding-dr-zakir-naik-in-matters-of-fiqh.html

গীবত এক জিনিস এবং মানুষকে সত্য জানানো আরেক জিনিষ।

আজ যদি আপনি সাধারন মানুষকে কাদিয়ানি সম্পর্কে জানান বা যখন ওলামারা যখন কাদিয়ানি সম্পর্কে মানুষকে জানিয়েছে তখন কি তাদের গীবত হয়েছিল ???

ওলামাদের কাজ হল দ্বীনের ব্যাপারে মানুষকে সঠিকটি জানিয়ে মানুষের ইমান ও আমল হেফাজত করা।

এবং বর্তমান আলেমরা নিজে থেকে তার সম্পর্কে কিছু বলেন নি,
বরং তারা ঐ সময় তার সম্পর্কে বলতে বাধ্য হয়েছেন যখন তাদেরকে সাধারন মানুষ ওনার বিভিন্ন কথা সম্পর্কে প্রশ্ন করতে থাকে…………

দেখুন……….

http://jamiatulasad.com/?p=894

ইয়েমেনে প্রসিদ্ধ ইসলামী মারকায দারুল হাদীস দাম্মাজ ইয়েমেন-এর পক্ষ থেকে উক্ত মারকাযের প্রধান মুফতী শাইখ ইয়াহইয়া ইবনে আলী আবু আবদুর রহমান আল-হাজুরী দলীল প্রমাণসহ বিস্তারিত তথ্য তুলে ধরে সুদীর্ঘ ফাতওয়া প্রকাশ করেছেন।

http://www.youtube.com/watch?v=Bi2NKn9BplM

এছাড়া উক্ত ফতওয়া উর্দু অনুবাদ ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে।

http://www.deoband.net/uploads/2/1/0/4/2104435/drzakirnaik2.pdf

ড. জাকির নায়িক সম্পর্কে সালাফীদের বক্তব্য……..

http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=9&Topic=5611
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
আজকাল অনেককে বলতে শুনা যায় মাযহাব মানলেওলারা নাকি অন্ধ অনুসরন করে।
একে তো তাদের অভিযোগ মিথ্যা আবার তাদের অন্ধ অনুসরন দেখলে আসলেই হাসি পায়।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৪২১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

১ টি মন্তব্য

  1. আসসালামুয়ালাইকুম, বাহ বেশ সুন্দর। সৌদি আরাবের গ্রান্ড মুফতিদের ফাত্‌ওয়া যেখানে মানা হয়না সেখানে আমেরিকার শরিয়া ইনষ্টিটউট আমেরিকা’র ফাতওয়া নেওয়া হচ্ছে শুধুমাত্র তা জাকির নাইকের বিরুদ্ধে হওয়ায়। শরিয়া ইনষ্টিটউট আমেরিকা’র ভিত্তি কি? যেকোনো যায়গা থেকে একটি ফাত্‌ওয়া দিয়ে দিলেই হল।

    আপনি যেরকম লিঙ্ক দিলেন এরকম হাজার লিঙ্ক আছে ইস্‌লামের বিরুদ্ধে। কখনো আবার বলে বসিয়েন না যে ইস্‌লামই ভুল। দেওবান্দ বা হানাফী বা দেওবান্দী উলামাদের আকীদা নিয়ে কথা বলতে চাইনা তাই বলব আসুন কাদা ছুড়া থেকে বিরত থাকি। আর বাধ্য হলে বলতেই তো হবে।