নতুন একটা সাইট বানালাম (পরামর্শ চাই)
লিখেছেন: ' আবদুস সবুর' @ শনিবার, মে ৫, ২০১২ (১১:২৮ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম,
একটা নতুন সাইট (ইসলামিক) বানালাম। কি রকম হল জানাবেন। ওয়েবসাইটটি ঘুরে আসুন এবং আরো কি কি করলে সাইটটি আরো উন্নত এবং উপকারী সাইট হবে জানালে উপকৃত হব। নতুন কোন বিভাগ খোলার প্রয়োজন আছে কিনা , থিমটা কেমন হয়েছে। ইত্যাদি ইত্যাদি …
সাইটা এখানে- http://asksumon007.blogspot.com/
আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। ভাল বা খারাপ সব ধরনের মন্তব্যের জন্য ……
৮৯ বার পঠিত
মা-শা-আল্লাহ।
দাওয়াতের নিয়্যতে আমি ওয়েবসাইট তৈী করতে চাই।
আপনার সাহায্য চাই।
rasaleh19@gmail.com
মা-শা-আল্লাহ!
অনেক ভালো লাগলো। অনেক কিছু জানার আছে। সময়ের অভাবে পুরোটা দেখতে পারি নি। একদিন সকাল থেকে বসব ইনশা-আল্লাহ।