লগইন রেজিস্ট্রেশন

ছবি কথা বলে : হেফাজতে ইসলাম Vs জামাত ইসলামী

লিখেছেন: ' আবদুস সবুর' @ বৃহস্পতিবার, জুলাই ৪, ২০১৩ (১২:৫৩ অপরাহ্ণ)

এমন অনেক ছবি আছে যে কিনা নিজে থেকেই কথা বলে। বিশেষ কিছু বলার প্রয়োজন হয় না।

হেফাজত ইসলাম Vs জামাত ইসলাম

মি. মউদুদী সাহেবের হিসেবে বর্তমান পৃথিবীতে আসলে কোন ইসলাম নেই। যা আছে তা বিকৃত একটা ধর্ম।

কিভাবে……….

মওদুদী সাহেব বলেছেন,

“আল্লাহ তা’য়ালার নিকট কাতর কন্ঠে এই আবেদন করুন, যে কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল, তা সম্পন্ন করার ব্যাপারে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিম্বা তাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন।” [তাফহিমুল কোরআন (বাংলা) ১৯শ খন্ড, ২৮০পৃ. মুদ্রনে ওরিয়েন্টাল প্রেস, ঢাকা ১৯৮০ ইং; কোরআনের চারটি মৌলিক পরিভাষা(বাংলা) ১১২পৃ. ৮ম প্রকাশ, আধুনিক প্রকাশনী:জুন ২০০২]
“মহানবী (স.) মানবিক দূর্বলতা থেকে মুক্ত ছিলেন না। অর্থাৎ তিনি মানবিক দূর্বলতার বশীভূত হয়ে গুনাহ করেছিলেন।” [তরজমানুল কোরআন ৮৫ তম সংখ্যা, ২৩০পৃ.]
“মহানবী (স.) নিজে মনগড়া কথা বলেছেন এবং নিজের কথায় নিজেই সন্দেহ পোষন করেছেন।” [তরজমানুল কোরআন, রবিউল আউয়াল সংখ্যা, ১৩৬৫ হিজরী]

তাহলে উনার কথা দ্বারা বুঝা যায় হুজুর স. দ্বীনকে পরিপূর্ণ করে পৃথিবীতে পৌছাতে সক্ষম হননি (মওদুদী সাহেবের ভাষায়) (নাউযুবিল্লাহ)

যা অল্প পৌছিয়েছেন তা আবার সাহাবিরা ধ্বংস করে গেছেন
(মওদুদী সাহেবের ভাষায়)

হযরত আবু বকর (রাঃ) দুর্বলমনা ও খেলাফতের দায়িত্ব বহনে আযোগ্য ছিলেন (তাজদিদ ও ইহয়ায়ে দ্বীন পৃষ্ঠা ২২)
#নবী করীম (সঃ) এর ওফাতের সময় ব্যাক্তি সম্মানের কু-মনোবৃত্তি হযরত উমর (রঃ)কে পরাভূত করেছিল (তরজুমানুল কুরআন রবিউস সানি ৩৫৭ হিজরী)
# হযরত উসমান (রাঃ) এর মাঝে সজন-প্রীতি বদগুন বিদ্যমান ছিল।(খেলাফত ও মুলকিয়াত, পৃষ্ঠা ৯৯)
# হযরত আলী (রাঃ) আপন খেলাফত জামানায় এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নেই। (খেলাফত ও মুলকিয়াত, পৃষ্ঠা ১৪৬)
# হযরত মুয়াবিয়া (রঃ) স্বার্থবাদী, গনিমতের মাল আত্মসাদকারী, মিথ্যাসাক্ষী সংগ্রহকারী ও অত্যাচারী ছিলেন। (খেলাফত ও মুলকিয়াত, পৃষ্ঠা ১৭৩)

তাহলে বুঝা যায় যে বর্তমান পৃথিবীতে যে ইসলাম আছে তা হল মওদুদীর ইসলাম
এবং যারা জামাত ইসলাম করে তারা তারাই একমাত্র সঠিক ইসলামের উপর আছে।

বাকিরা বিকৃত ইসলাম নিয়ে আছে।

আপনারা কি বলেন ???

ওনার সম্পকে আরো জানতে এই বইগুলোও পড়তে পারেন…

http://www.islampedia.info/banglakitab/HadhratMuaawiyah(RA)InHistoricalTruth(Court)-MuftiTaqiUsmani-IntroAndP(0-97).pdf

http://www.banglakitab.com/BanglaBooks/MyInteractionWith(M)MaududiAndImportantDetails-MaulanaMonzurNomaniRA.pdf

www.banglakitab.com/BanglaBooks/BhulShongshodhonOfMrMaududi-MaulanaShamsulHaqForidpuri.pdf

(নেট থেকে সংগ্রীহিত)

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২,০৫৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ১.০০)

৩ টি মন্তব্য

  1. আহারে মউদুদী!! আহারে মউদুদীর অন্ধ অনুসারিরা!!!এরকম জঘন্য লেখা দেখেও কোন বিবেকবান মানুষ কি তাকে সমর্থন করতে পারে??? আমার বুঝে আসে না।

  2. হেফাজাত ইসলাম কি পারবে,বি এন পি-জামাতের গ্রাস হতে বের হয়ে আবার নতুন উদ্যামে কাজ করতে?হেফাজাতের সারা দেশে যে শাখা কমিটি গুলো হয়েছে,তার প্রায় সব গুলো বি এন পি-জামাত মার্কা আলেম দ্বারা গঠিত।
    ওদের এই কমিটি গুলি ভেঙ্ঘে দিয়ে সারা দেশে আল্লামা আহমাদ শফি দা.বা.অজস্র তোলাবা,অনুসারি আছে,যারা একনিস্ঠ ভাবে দ্বীনের জন্য কাজ করবে,ওদের মাধ্যমে কমিটি করতে পারলেই হয়তো বা হেফাজাত বি এন পি-জামাতের ছোবল থেকে রক্ষা পেতে পারে।
    আর সে জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরী।

    এম_আহমদ

    @এম এম নুর হোসেন,

    হেফাজাতের সারা দেশে যে শাখা কমিটি গুলো হয়েছে,তার প্রায় সব গুলো বি এন পি-জামাত মার্কা আলেম দ্বারা গঠিত।

    এই বাক্যটিকে কি একটু ব্যাখ্যা করতে পারেন? বিশেষ করে বিএনপি জামাত-মার্কা আলেম বলতে কী বুঝানো হয় এবং এখানে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বলছেন? যে বৈশিষ্ট্যের কথা বলবেন সেই বৈশিষ্ট্য তাদের মধ্যে কিভাবে তৈরি হল? হেফাজতের ভিতর এমন ধরনের আলেমদের সংখ্যা অনুমানিক কত হবে?