লেখক আর্কাইভ
নির্ভিক
লিখেছেন: ' আহমাদ যুবায়ের' @ মঙ্গলবার, মে ১৩, ২০১৪ (১০:৩১ অপরাহ্ণ)
তারুণ্য আজ বাধা পড়ে গেছে
কুসংস্কারের বেড়া জালে
মুষ্টি মেয় রাঘব-বোয়াল পায়ের নীচে পিশছে যে!!!
সিংহের মতো গর্জন আজ কথেক কোথাউ শুনা যায়
সত্য কথা বললে পড়ে টুটি চেপে ধরা হয়!!!
তারুণ তুমি নগ্ন তলোয়ার ছিলে যেমন আজো তাই
সাহস করে দাউ জ্বালিয়ে আগ্নিগিরির মুখটাতে
.....
০ টি মন্তব্য | বিস্তারিত >>