লেখক আর্কাইভ
কোমলতা ও নম্রতার ফযীলত
লিখেছেন: ' bilalkhan_isca' @ বৃহস্পতিবার, মে ১৯, ২০১১ (১১:০২ পূর্বাহ্ণ)
হযরত আয়েশা রা. থেকে বর্ণিথ আছে যে, রাসূলুল্লাহ স. বলেছেন, আল্লাহপাক কোমল-নম্র। তিনি কোমলতা ও নম্রতাকেই ভালবাসেন। আর তিনি কঠোরতা এবং অন্য কিছুর কারণে যা দান করেন না, তা কোমলতার জন্য দান করেন। (মুসলিম)
একদা রাসূল স. আয়েশা রা. কে বললেন, তুমি কোমলতা আর নম্রতাকে নিজের জন্য অপরিহার্য করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। বস্তুত যে জিনিসে নম্রতা থাকে সেটাই শ্রীবৃদ্ধির কারণ হয়। আর সেই জিনিস হতে তা প্রত্যাহার করা হয় (দূর করা হয়) যা ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। .....
২ টি মন্তব্য | বিস্তারিত >>