লেখক আর্কাইভ
জানতে চাই
লিখেছেন: ' শেখ সেলিম' @ শনিবার, জুলাই ৩, ২০১০ (১০:০৩ পূর্বাহ্ণ)
প্রথমে লাখ লাখ শুকরিয়া আদায় করছি,
পরম দয়ালু, এই আসমান যমিনের স্রষ্ঠা, পরম করুনাময় আল্লাহ তায়লার।
যিনি আমাকে নিঃসন্তান করবেন না।
বিষেশজ্ঞদের মতে, আগামী ২০/০৭/২০১০ ইং তারিখের মধ্যে আমার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করবেন।
আমার এই প্রথম সন্তান হতে যাচ্ছে, আমি জানি না, সন্তান দুনিয়াতে আসার পর আমাকে ইসলামিক নিয়মে কি কি করতে হতে পারে ?
দয়াকরে কেউ যদি জেনে থাকেন, আমাকে জানালে উপকৃত হবো।
দোয়া করবেন, আমার স্ত্রী ও সন্তানের জন্য।
.....৩ টি মন্তব্য | বিস্তারিত >>