হে মুসলিম মিথ্যা সাক্ষ্য দিও না
লিখেছেন: ' বাগেরহাট' @ রবিবার, ডিসেম্বর ২৬, ২০১০ (১১:১২ পূর্বাহ্ণ)
“বিসমিল্লাহির রহমানির রহিম”
সমাজে অন্যায়, অবিচার, অরাজকতা, লুটতরাজ বৃদ্ধি পাওয়ার একটি বড় মাধ্যম মিথ্যা সাক্ষী । একমাত্র মিথ্যা সাক্ষীর কারনে অনেক সময় অসহায় নিরীহ ব্যক্তি নিঃস্ব হয়ে পড়ে। মিথ্যা সাক্ষীর কারনে মানুষের ইহকালীন ও পরকালীন জীবন ক্ষতিগ্রস্থ হয় ।
মহান আল্লাহ তা’য়ালা মু’মিনের গুণ বর্ণনা করে বলেন ,
” যারা মু’মিন তারা মিথ্যা সাক্ষী প্রদান করে না ।” ( সূরা ফুরকান ৭২ ) ।
অন্যত্র তিনি বলেন ,
” তোমরা মিথ্যা বানী থেকে বেঁচে থাক ।” (হজ্জ ৩০) ।
অন্যত্র তিনি বলেন,
” নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সঠিক পথ প্রদর্শন করেন না ।” (মু’মিন ২৮) ।
রসুল (সঃ) বলেন, “কোন ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্যের সম্পদ দখল করলে ক্বিয়ামতের দিন আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন ।”
বুখারী ও মুসলিম ।
আবু উমামা (রাঃ) বলেন , ” রসুল (সঃ) বলেছেন,” যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্য মুসলমানের সম্পদ দখল করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম অপরিহার্য করে দিবেন । জান্নাত তার উপর হারাম করে দিবেন ।
একজন সহাবী বললেন , আল্লাহর রসুল এরুপ ঘটনা যদি সামান্য বস্তুর ব্যপারে হয়? রসুল (সঃ) বললেন, ” আরাক ” গাছের একটি ডালের ব্যপারে হলেও তার স্থান হবে জাহান্নাম ।”
মুসলিম, মিশকাত হা/৩৭৬০ ।
উম্মু সালামাহ (রাঃ) বলেন, রসুল (সঃ) বলেছেন, “তোমরা আমার নিকট বিচার নিয়ে আস । আর তোমাদের অনেকেই অনেকের চেয়ে স্পষ্ট ভাষায় কথা বলতে পার । আমি তার কথা শুনে ফয়সালা প্রদান করি ।আমি যদি কারো কথার ভিত্তিতে না হক্ব ফয়সালা করি তা’হলে তার জন্য জাহান্নাম নির্ধারণ করলাম ।” বুখারী, মুসলিম ,মিশকাত হা/৩৭৬১ । অত্র হাদীসে রসুল (সঃ) মিথ্যা দাবী ও মিথ্যা সাক্ষীর তীব্র সমালোচনা করেছেন।
সম্মানিত মুসলিম ভাইয়েরা আল্লাহর রসুল (সঃ) এর হাদীস থেকে আমরা জানি একজন মুসলিম ব্যভিচারী হতে পারে, একজন মুসলিম কৃপন হতে পারে কিন্তু একজন মুসলিম কখোনোই মিথ্যাবাদী হতে পারে না । কিন্তু বর্তমান সমাজের আমাদের মত নামে মাত্র মুসলিমরা কী মিথ্যা ছাড়াএক কদম পা-ও ফেলতে পারি ? যে যত বেশী মিথ্যা বলে ,ছলচাতুরী করে অল্প সময়ের মধ্যে কাজ উদ্ধার করে নিয়ে আসতে পারে সেই ছেলেইতো আমাদের কাছে তত বেশী স্মার্ট,যুগোপযোগী আরও কত কী ।
প্রিয় ভাইয়েরা , মৃত্যু অবধারিত ।
মিথ্যা বলে কী আমরা মৃত্যুকে অস্বীকার করতে পারব? যদি নাই পারি তাহলে আসুন, আমরা সকলে মিথ্যাকে পরিহার করে ইহকালীন ও পরকালীন শান্তি অন্বেষন করি ।
আল্লাহ আমাদের সকলকে মিথ্যা সাক্ষ্য প্রদান করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন । আমীন ।
মিথ্যা সকল পাপের মূল। তাই মিথ্যা পরিহার করা সকলের কর্তব্য। আপনাকে ধন্যবাদ সুন্দর পোস্ট লেখার জন্য। কিন্ত বাগেরহাট@ আপনি একটি হাদীস উল্লেখ করেছেন “আল্লাহর রসুল (সঃ) এর হাদীস থেকে আমরা জানি একজন মুসলিম ব্যভিচারী হতে পারে, একজন মুসলিম কৃপন হতে পারে কিন্তু একজন মুসলিম কখোনোই মিথ্যাবাদী হতে পারে না” । এই হাদীস খানার তথ্য দিলে খুশি হতাম।