কিছু প্রস্তাব
লিখেছেন: ' সাদাত' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৩, ২০১০ (১:৩২ অপরাহ্ণ)
এই ব্লগ সম্পর্কে আমার কিছু প্রস্তাব:
কর্তৃপক্ষের কাছে:
১. ব্লগটাকে একটু সুন্দর করা যায় না? আমারব্লগ এবং পিস-ইন-ইসলাম উভয়ের কারিগর TechAnts. তাহলে উভয়ব্লগের সজ্জায় এত ফারাক কেন? কথায বলে “আগে দর্শনধারী পরে গুনবিচারি”
২. মডারেশনের কড়াকড়ি কমানো যায় কি? ভুল/শুদ্ধ বলতে দিন। ভুলটা কেন ভুল ব্লগাররা যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে। যেটা প্রতিহত করা দরকার সেটা হল অভদ্র/অশালিন আচরণ।
৩. মাসিক আল-কাউসারে মাওলানা আব্দুল মালেক সাহেবের গবেষণাধর্মী অনেক লেখা থাকে। এছাড়াও অনেক মানসম্পন্ন সাহিত্য থাকে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এইসব রচনাবলি প্রকাশের উদ্যোগ নেয়া যায় কি?
ব্লগারদের কাছে:
আমাদের মাঝে অনেক মতপার্থক্য থাকতে পারে, সেটা যেন মতবিরোধে রূপ না নেয়। আসুন যেসব বিষয় আমাদের ঐক্যবদ্ধ করে সেসব বিষয়কে সামনে নিয়ে আসি, ছোট ছোট মতপার্থক্যগুলোকে বড় করে না তুলি। কোনভাবেই প্রতিক্রয়াশীল না হওয়া।
যেসব বিষয়ে আমরা আমাদের শ্রমকে নিয়োজিত করতে পারি:
১. ভালো ভালো কিতাব/আর্টিক্যালের অনুবাদ।
২. আমাদের অতীত ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা।
৩. (সঠিক আকিদাসম্পন্ন) নতুন ইসলামি সাহিত্যের সূচনা করা (কবিতা, গল্প, সাহিত্য)।
৪. জ্ঞান-বিজ্ঞান বিষয়ক লেখা।
৫. প্রচলিত কুসংস্কার বিষয়ক লেখা।
কিছু কিছু ওয়েব সাইটের লেখাগুলোর অনুবাদ খুব প্রয়োজন:
http://www.khanqah.org/books/en : অনেকগুলোর অনুবাদ পাওয়া যায় (এমন কি বিনামূল্যে!)
http://www.islamic-awareness.org/Hadith/ : হাদিস নিয়ে ব্লগগুলোতে যে বিভ্রান্তি শুরু হয়েছে, তাতে এই সাইটের আর্টিক্যালগুলোর অনুবাদ সময়ের দাবি।
http://www.islamic-awareness.org/Quran/
আপাতত: এতটুকু। আপনাদের কোন প্রস্তাব থাকলে শেয়ার করুন!
সকল বিষয়ে সহমত।
আমাদের লক্ষ্য রাখা উচিত অহেতুক তর্ক-বিতর্ক করে আমাদের মুল্যবান সময় যেন নষ্ট না করি।
কাল হাশরের মাঠে আমাদের প্রতিটি মুহুর্তের জবাবদিহি করতে হবে।
ধন্যবাদ।
@সাদাত,
প্রতিটি আইনের মধ্যেই কিছু না কিছু ফাঁক থাকে। সেই ফাঁকের অপব্যবহার করে অনেকেই বিভিন্ন মতবাদের প্রচার ও প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। শেষে তাদেরকে ব্যন করা হয়। অনেকেই এই ব্যন এর বিরোধিতা করেছিলেন। এক্ষেত্রে তাদের যুক্তি ছিলো, এদের সাথে কথা বলে এদেরকে সরল পথে আনতে হবে। অথচ ব্যপারটা অসম্ভব ছিলো।
যখন কেউ কোন খাদে পড়ে যায় এবং সাহয্যের জন্য চিৎকার করে, যদি বিপদগ্রস্হ তখন সেখান থেকে উদ্ধার পেতে চায়, সেক্ষেত্রে আপনি হাত বাড়িয়ে দিলে হয়তো সে মুক্তি পেতে পারে। কিন্তু যদি এমন হয় যে, যখন আপনি হাত বাড়িয়ে দেন তখন যদি সে নিজে না উঠার চেষ্টা না করে বরং আপনাকেই নিচের দিকে টানতে থাকে, তখন আপনি স্বভাবতই নিজে বাঁচার চেষ্টা করবে।
যারা বিভ্রান্তি ছাড়াতে আসে, তাদেরকে সাহায্য করাতো দুরে থাক, বরং নিজের আক্বিদা রক্ষা করাই মুশকিল হয়ে পড়ে। তাই এধরণের ব্লগাররা যেন সকলের মুল্যবান সময় নষ্ট না করে সেজন্য কয়েকবার ওয়ার্নিং দিয়ে তারপর ব্যন করে দেয়া উচিত।
এটা আমার ব্যক্তিগত অভিমত।
@দ্য মুসলিম,
আমার অভিমত,ব্যান পলিসির অতিরিক্ত প্রয়োগ ব্লগ/ফোরামকে মৃত করে তুলে।
আস-সালামু আলাইকুম,
১. ব্লগটাকে একটু সুন্দর করা যায় না? আমারব্লগ এবং পিস-ইন-ইসলাম উভয়ের কারিগর TechAnts. তাহলে উভয়ব্লগের সজ্জায় এত ফারাক কেন? কথায বলে “আগে দর্শনধারী পরে গুনবিচারি”
আপনারা পরামর্শ দিন , কোনো কোনো ফিচার বা Layout আরো সমৃদ্ধ করা যায় । আপনাদের পরামর্শ অনুযায়ী অবশ্যই আমরা যথাসাধ্য চেষ্টা করে দেখব ।
২. মডারেশনের কড়াকড়ি কমানো যায় কি? ভুল/শুদ্ধ বলতে দিন। ভুলটা কেন ভুল ব্লগাররা যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে। যেটা প্রতিহত করা দরকার সেটা হল অভদ্র/অশালিন আচরণ।
আমাদের Terms of Use সম্পূর্ন পড়ে দেখুন , সেখানে বিস্তারিতভাবে বলা আছে কি কি কারনে আমরা ব্যান করে থাকি । সেখানকার কোনো পয়েন্ট যদি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয় তাহলে আমাদের সাথে আলোচনা করুন । নির্দিষ্ট কারন উল্লেখ করলে সেটা আলোচনা করতে সুবিধা হয় । তাছাড়া আপনি এই ব্লগে আসার পর আমরা কাউকে ব্যান করিনি , সুতরাং স্বভাবতই আমাদের প্রশ্ন আপনি কি কারো কাছ থেকে শুনে আমাদের প্রশ্ন করছেন ?
তবে আপনার সুবিধার জন্য বলে রাখছি , কেউ ভুল করলে আমরা ব্যান করি না । এর আগে আমরা দুইজনকে ব্যান করেছি । একজন ইসলামিক স্কলার “জাকির নাইককে কাফের” আর আর একজন রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) সম্বন্ধে অসম্নাজনক উক্তি করেছিল” । আপনিই বলুন এদের দুজনকে ব্যান করা কি আমাদের ভুল হয়েছে ? তারপরেও তারা যদি সেই ভুল কর্মের (?) স্বীকার করত তাহলে আমাদের ব্যান তাদের জন্য উঠিয়ে নিতাম , কিন্তু তারা সেটা করেনি ।
৩. মাসিক আল-কাউসারে মাওলানা আব্দুল মালেক সাহেবের গবেষণাধর্মী অনেক লেখা থাকে। এছাড়াও অনেক মানসম্পন্ন সাহিত্য থাকে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এইসব রচনাবলি প্রকাশের উদ্যোগ নেয়া যায় কি?
এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, উনারা নির্দিদ্বায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা প্রকাশ করতে আগ্রহী যদি সেটা শরীয়ত সম্মত লেখা হয় । জাজাকাল্লাহ । আমাদের সাথে এই ইমেইলে যোগাযোগ করতে বলুন support@peaceinislam.com । ইমেইলে যোগাযোগ করলে পরবর্তি যোগাযোগ ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দেয়া হবে ।
ওয়াস সালাম।
@কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ],
আমারব্লগের গেটআপ ভালো লাগে। সেটা ফলো করতে পারেন।
ফন্ট সাইজ খুব ছোট।
পোস্টের হেডিং আরো বড় এবং রঙিন করা দরকার।
টু ডি -টু ডি ভাব! একটু থ্রি ডি ভাব আনা যায় না।
স্কয়ার বক্সের পাশ দিয়ে একটু শ্যাডো দেওয়া যায় না।
@সাদাত,
ফন্ট সাইজ খুব ছোট।
আপনার পিসিতে কি “সোলায়মান লিপি” ফন্ট ডাউনলোড করা আছে ? সেটা করলে সম্ভবত আর ছোট দেখাবে না ।
ওয়াস সালাম।
@কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ],
পোষ্ট ছাড়াও আরো কিছু ফিচার, যেমন- প্রশ্নউত্তর, প্রবন্ধ, ফতোয়া ইত্যাদি চালু করলে ভালো হতো। ধন্যবাদ।
@দ্য মুসলিম,
পোষ্ট ছাড়াও আরো কিছু ফিচার, যেমন- প্রশ্নউত্তর, প্রবন্ধ, ফতোয়া ইত্যাদি চালু করলে ভালো হতো। ধন্যবাদ।
আস-সালামু আলাইকুম,
খুব শীঘ্রই আমাদের প্রশ্ন উত্তর ফিচার চালু হবে । আল্লাহর অশেষ রহমতে আমাদের এই ফিচারের কাজ প্রায় শেষ । আশাকরছি সামনের সপ্তাহে নতুন ভার্সন রিলিজ করা যাবে ইনশাল্লাহ ।
ওয়াস সালাম।
@কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ],
সবকিছুর আগে ব্লগের চেহারার পরিবর্তন চাই।
প্রস্তাবগুলো ভাল।