লগইন রেজিস্ট্রেশন

হাদিস নিয়ে ভাবনা: বিসর্জন সহজ, অর্জন অনেক কঠিন

লিখেছেন: ' সাদাত' @ মঙ্গলবার, মার্চ ২, ২০১০ (৫:৪৫ অপরাহ্ণ)

Image and video hosting by TinyPic

ওপরের ছবিতে ১টা সবুজ বক্স আছে।
৮টা গোলাপী বক্স আছে।
৮০টার অধিক লাল বক্স আছে।

সবুজ বক্স হতে বিভিন্ন লাল বক্সে কতভাবে আসা সম্ভব?

সবুজ বক্স হতে একটি সংবাদ যদি সবগুলো লাল বক্সে আসে, তবে সেই সংবাদের গ্রহণযোগ্যতা কতটুকু?

এবার সবুজ বক্সের জায়গায় রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে চিন্তা করুন।
গোলাপী বক্সের জায়গায় সাহাবা(রা.)দের চিন্তা করুন।
লাল বক্সের জায়গায় বিভিন্ন হাদিস গ্রন্হের বিভিন্ন নম্বরের হাদিসকে চিন্তা করুন।

না এটা কোন গল্প নয়।

রোজার ফযিলত সংক্রান্ত একটিমাত্র হাদিস ঠিক এভাবেই বিভিন্ন হাদিস গ্রন্হে স্থান পেয়েছে।

যারা হাদিসকে ফু দিয়ে উড়িয়ে দিতে চান, তাদের বলছি:
দয়া করে একটু সময় নিন, হাদিস নিয়ে পড়াশুনা করুন, তারপর সিদ্ধান্ত নিন।
তড়িঘড়ি করে কোন সিদ্ধাস্ত নিলে ভুল হবার সম্ভাবনাই বেশি থাকে।

নোট: চিত্রটির মূল এখানে

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩৯৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

১১ টি মন্তব্য

  1. রাসূল সঃ সম্পর্কে যে পরিমান রেকর্ড আমাদের আছে, বর্তমান কম্পিঊটারের জগতেও এত পরিমান রেকর্ড কোন মানুষের ব্যাপারে নেই। পোষ্ট বোকমার্কে রাখলাম।

  2. ধন্যবাদ। আমিও বুকমার্ক করে রাখলাম। (F)

  3. ঘটনাটা কি? মন্তব্য এমন দেখাচ্ছে কেন?

  4. অসাধারন , সহমত। শুধু তাই না , মাজহাবের ইমামরা এবং মুহাদ্দিসগন যখন হাদিস যাচাই বাছাই করতেন , তখন তাদের সমস্ত চ্যানেল সমন্ধে ধারনা ছিল ।

    তাই একবার ইমাম আবু হানিফা (রহ:) কে যখন বলা হলো আপনি রফে ইয়াদাইন না করার হাদিস কেনো গ্রহন করেছেন ? তখন তিনি “হাম্মাদ” থেকে শুরু করে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা:) পর্যন্ত সমস্ত রাবী কেনো অন্যান্য রাবী থেকে শক্তিশালী তা বর্ননা করলেন । এতে প্রশ্নকারী যারপর নাই বিস্নিত হলেন ইমাম আবু হানিফা(রহ:) এর ইলেমের গভীরতা দেখে ।

    আপনাকে আল্লাহতাআলা উত্তম ইলম এবং সে অনুযায়ী আমল করার তওফীক দিন ।

    আমীন ।

  5. আরো একটি উদাহরন মনে পড়ল তাই শেয়ার করছি ।

    অনেক সময় মুহাদ্দিসগন জঈফ হাদিস গ্রহন করতেন । কেননা এমনও দেখা গেছে হাদিসটি জঈফ কিন্তু সাহাবীদের মধ্যে সেই আমল দেখা যায় । তার মানে ফকীহগন বুঝতেন রাবীর কারনে হাদিসটি জঈফ হয়েছে , কিন্ত সেটা আসলেই প্রকৃত হাদিস , তা না হলে সাহাবীরা আমল করতেন না । আবার ইমাম আবু হানিফা (রহ:) বলতেন আমাদের নিজস্ব কথার চেয়ে জঈফ হাদিস অনেক বেশি শক্তিশালী ।

    তাহলে দেখুন কত ভেরিয়েন্ট । আমাদের এই বিষয়ে প্রকৃত জ্ঞান না থেকে আমরা যদি হাদিস যাচাই বাছাই করি বা কমেন্ট করি তাহলে সেটা হবে চরম মুর্খতা ।

  6. আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান করুন। (F)

  7. আপনার এই লেখাটা সদালাপে দেওয়ার অনুরোধ করছি, কেননা সেখানে কোরান-অনলিদের সাথে হাদিসের উপযোগীতা নিয়ে আলোচনা হচ্ছে।

  8. আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একমত

    ধন্যবাদ