এইভাবে কি ব্লগ চলে?
লিখেছেন: ' সাদাত' @ রবিবার, মার্চ ৭, ২০১০ (৪:১৬ অপরাহ্ণ)
একেক জন একেক সময়ে আসে।
যে যার মত লিখে যায়।
যার যখন ইচ্ছা কমেন্ট করে বা করে না।
এইভাবে কি চলে?
আসুন সবাই সপ্তাহে কমপক্ষে একটা করে পোস্ট দিই। প্রতিদিন প্রতি পোস্টে একটা করে কমেন্ট করি।
ব্লগটাকে সজীব করে তুলি।
৫৯ বার পঠিত
Processing your request, Please wait....












হ্যা, এটিই।
কিন্তু গত অনেকদিন আপনার কোন মন্তব্য পাইনি। ভালো আছেন?
আপনার আরবী ও ফার্সি শেখার কি হলো? চালিয়ে যাচ্ছেন তো?
@দ্য মুসলিম,
১. শুক্র, শনি সাধারণত ব্লগিং করি না।
২. কুরআন-অনলিদের উৎপাতে আপাতত অস্হির আছি। একটু স্থির হয়ে নিই। কুরআন-হাদিস নিয়ে আপাতত পড়াশোনা করছি।
@সাদাত,
২. কুরআন-অনলিদের উৎপাতে আপাতত অস্হির আছি। একটু স্থির হয়ে নিই। কুরআন-হাদিস নিয়ে আপাতত পড়াশোনা করছি।
আমার মনে হয়, কোরান অনলিরা সাধারনত যে সকল অভিযোগ করে থাকে সেগুলোর একটি লিস্ট করে উত্তর তৈরী করে রাখলেই হয় । তাহলে সিরিজ আকারে বের করা যায়।
কেননা তাদের সাথে সব সময় তর্ক করার চেয়ে তাদের অভিযোগগুলো লিস্ট করে উত্তর তৈরী করে রাখলে বার বার আর পরিশ্রম করতে হয় না ।
@হাফিজ,
সেটাই চেষ্টা করছি!
@সাদাত,
বাসায় ইন্টারনেট নেবার চেষ্টা করছি । তারপরে ইনশাল্লাহ আপনার সাথে আরো অধিক সময় ব্লগিং করতে পারব।