কৌতুক! (দ্বিতীয় বিয়ে)
লিখেছেন: ' সাদাত' @ বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০১০ (১১:২২ পূর্বাহ্ণ)
এক লোক প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করেছে।
সে একদিন তার দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য বাসায় রাত্রিযাপন করছে।
এমন সময় থানা থেকে পুলিশ এসেছে।
লোক: কী ব্যাপার?
পুলিশ: আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাকে গ্রেফতার করতে এসেছি।
লোক: কী অভিযোগ?
পুলিশ: আপনি আপনার প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করেছেন।
লোক: কে বলেছে আপনাকে?
পুলিশ: কেন? আপনি দ্বিতীয় বিয়ে করেননি?
লোক: না।
পুলিশ: তাহলে ঐ মহিলা কে?
লোক: সে আমার বান্ধবী।
পুলিশ: আমি অত্যন্ত দু:খিত স্যার, এতরাতে আপনাকে বিরক্ত করার জন্য।
[শরিয়তে দ্বিতীয় বিবাহের জন্য অনেক শর্ত রয়েছে, কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি নেবার কোন শর্ত নাই।
রাষ্ট্র বৈধভাবে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতিকে অপরিহার্য করে দিয়েছে।
কিন্তু অবৈধভাবে অন্যনারীর সাথে সম্পর্ক স্হাপন করার জন্য কারো অনুমতির দরকার পড়ে না!]
Processing your request, Please wait....












@কর্তৃপক্ষ[পিস-ইন-ইসলাম],
‘কৌতুক’ নিয়ে একটা বিভাগ দেওয়া যায়?
ভাল পয়েন্ট ধরেছেন। মজা পেলাম।