রক্তাক্ত তাবলিগ
লিখেছেন: ' সাদাত' @ বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০১০ (১২:৫৮ পূর্বাহ্ণ)
এই ঘটনাটা পারলে পড়ুন, যে ঘটনা আমাদের সাহাবা(রা)দের রক্তক্ষরণের ইতিহাসের কথা মনে করিয়ে দেবে।












৩৯৯ বার পঠিত
লিখেছেন: ' সাদাত' @ বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০১০ (১২:৫৮ পূর্বাহ্ণ)
এই ঘটনাটা পারলে পড়ুন, যে ঘটনা আমাদের সাহাবা(রা)দের রক্তক্ষরণের ইতিহাসের কথা মনে করিয়ে দেবে।
আপনার এই পোস্টের কারণে আমার পোস্টের স্থান বিচ্যুতি কেন হলো বুঝালাম না। আপনার ইমেজ সাইজ মনে হয় অনেক বড়। একটু দেখুন।
@এস.এম. রায়হান,
আপনার পোস্টটা তো আমার ঠিক পড়েই আছে। আগে কোথায় ছিল?
@সাদাত, আমার পোস্ট আপনার পরেই আছে। কিন্তু কম্পুটার স্ক্রীনে আমার পোস্টকে আপনার পোস্টের ডান পাশের নীচের কর্ণারে দেখাচ্ছে। অর্থাৎ আমার পোস্টের স্থানচ্যুতি হয়েছে- আপনার পোস্টের ঠিক নীচে না থেকে ডান কর্ণারে চলে গেছে। বুঝলাম না এমন কেন হলো।
@এস.এম. রায়হান,
এটা সম্ভবত সাইটের বাগ।
তবে আমার স্ক্রীণে কিন্তু আপনার পোস্টের পজিশন ঠিকই দেখাচ্ছে। আমি ইন্টারনেট এক্সপ্লোরার(৬.০) ব্যবহার করি।
@কর্তৃপক্ষ[পিস-ইন-ইসলাম],
ইমেজ ব্যবহারের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা থাকলে জানাবেন।
@সাদাত, আমার লেখার “শিরোনাম” এর পজিশনও কি ঠিক আছে?
@এস.এম. রায়হান,এরকম একটি হৃদয়বিদারক ঘটনা পড়ার পর আপনার হাত থেকে এরকম লেখা কিভাবে বের হলো তা ভাবতেও অবাক লাগছে ! তা আবার মুসলমান হয়ে !!আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন।আমিন।
@কর্তৃপক্ষ[পিস-ইন-ইসলাম],
সাইট স্লো করলে পোস্টটা প্রথম পাতা থেকে সরিয়ে দেন।
যেহেতু শর্তই আছে:
২.১৪। অত্যধিক ইমেজ সম্বলিত যেকোনো লেখা আমরা হোমে পেজ থেকে সরিয়ে দিতে পারি , যেহেতু এটা সাইটকে স্লো করে ।
কিছুই দেখা যাচ্ছে না। শুধু null দেখাচ্ছে।
@দ্য মুসলিম,
কিছু ই ই দেখা আ আ যা আ চ্ছে না আ আ।
@দ্য মুসলিম,
এখান থেকে দেখেন:
http://www.islamcan.com/bengali/bloody/
@সাদাত,
আপনার লিংকটি কাজ করছেনা। দুঃখের বিষয় এখন পর্যন্ত এই পোষ্ট সম্পর্কে কোন ধারণা পেলাম না।
@দ্য মুসলিম, লিংক কাজ করছে। আপনার সংযোগ অথবা PC তে কোন সমস্যা আছে মনে হয়।
যদি উপরের গায়েবি সাহায্যগুলো সত্য হয়ে থাকে তাহলে,
বর্তমানে আফগানিস্তানে, ইরাকে, ফিলিস্তিনে ইসরাঈল-আমেরিকা কর্তৃক মুসলিম নিধন বন্ধে তাবলিগ কি কি গায়েবী সাহায্য লাভ করেছে? পাকিস্তান-ভারত যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আরব-ইসরাঈল যুদ্ধ এসব ক্ষেত্রে তাবলিগ কি কি গায়েবী সাহায্য লাভ করেছে? বসনিয়া-চেচনিয়ায় যখন মুসলমান নিধন হয়েছে সে সময় তাবলিগ কি কি গায়েবী সাহায্য পেয়েছিল ?
গুজরাটের দাংগায় তাবলিগ কি কি গায়েবী মদদের দেখা পেয়েছিল?
তাবলিগের মুরুব্বীগণ বলেন উনারা ইমাম মাহদী আসার আগে কিতালে অংশগ্রহণ করবে না। কোরআন-হাদিসে এরকম হুকুম কোথায় দেয়া আছে যে, ইমাম মাহদী আসার আগে কিতালে অংশগ্রহণ করা যাবে না? সূরা বাকারার ২১৬ নং আয়াতের (যেখানে কিতালকে গুরুত্ব দেয়া হয়েছে)আমলের ব্যাপারে কি হবে?
আমি নিজে কোন যুদ্ধে অংশগ্রহণ করিনি। তাই বলে কেউ কিতালে অংশগ্রহণ না করেই নিজেদের নবীওয়ালা মেহনতকারী দাবি করলেও নিশ্চয় চুপ থাকা ঠিক হবে না?
তাবলীগ অন্যান্য শরীয়তসম্মত যেসকল কাজ করে সে ব্যাপারে কারও কোন আপত্তি থাকার কথা না, আমারও নাই।
@মালেক_০০১,
তাবলীগ অন্যান্য শরীয়তসম্মত যেসকল কাজ করে সে ব্যাপারে কারও কোন আপত্তি থাকার কথা না, আমারও নাই।
১০০% সহমত।
@মালেক_০০১,
আমাকে তাবলিগের প্রতিনিধি মনে করার কোন কারণ নাই।
আমি শুধু তাবলিগ না যে কোন হক মেহনতের অহেতুক সমালোচনার বিরোধী।
ব্যক্তিগত সমালোচনা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকতে হবে।
গায়েবী মদদটা ওপরের ঘটনার মূল উদ্দেশ্য না, মূল হচ্ছে ত্যাগ আর রক্তক্ষরণের ইতিহাসটা।
তাবলিগের মুরব্বিদের নির্দেশ হচ্ছে নবী(আ.) এবং সাহাবী(রা.) দের ছাড়া বর্তমানকালের গায়েবী মদদগুলোর ঘটনা আলোচনা না করা। ফলে গায়েবী মদদের ৯৯% ঘটনা প্রকাশই পায় না, যে ১% প্রকাশ পায় সেগুলোই মানুষের ভেতর আলোচিত হয়।
আফগানিস্তানে গায়েবী মদদের অনেক ঘটনাই আছে, যেসব ব্লগে আলোচনা ঠিক মনে হয় না।
আল্লাহপাকের গায়েবী মদদ পাবার পূর্বশর্ত হচ্ছে ঈমান ও আমলের সাথে আল্লাহপাকের ওপর পূর্ণ ভরসা করা। এটা যেই করবে, সে তাবলিগ করুক বা না করুক, গায়েবী মদদ সে পাবেই। না পেলে বুঝতে হবে আমাদের ঈমান, আমাল এবং তাওয়াক্কুলে সমস্যা আছে।
আল্লাহপাকের গায়েবী মদদের দরজা সব সময়ের জন্য খোলা। আমরা যদি না পাই, সেটা আমাদের অযোগ্যতা।
@সাদাত,
আল্লাহপাকের গায়েবী মদদ পাবার পূর্বশর্ত হচ্ছে ঈমান ও আমলের সাথে আল্লাহপাকের ওপর পূর্ণ ভরসা করা। এটা যেই করবে, সে তাবলিগ করুক বা না করুক, গায়েবী মদদ সে পাবেই। না পেলে বুঝতে হবে আমাদের ঈমান, আমাল এবং তাওয়াক্কুলে সমস্যা আছে।
আল্লাহপাকের গায়েবী মদদের দরজা সব সময়ের জন্য খোলা। আমরা যদি না পাই, সেটা আমাদের অযোগ্যতা।
সহমত।
গায়েবী মদদ শুধু তাবলীগ পাবে এমন কোন কথা নয়। এটা নির্ভর করে নিজের ঈমান ও আমলের উপর। এর উপর বিশ্বাস রাখাটাও জরুরী।
@সাদাত,
সহমত।
@মালেক_০০১, সহমততো বললেন,সম্ভব হলে ইখলাছ ও তাওক্কাল এর মধ্যে পার্থক্য সম্পর্কে কিছু লিখবেন।
ধন্যবাদ।
@দেশী৪৩২, হযরত খাজা মইনুদ্দিন চিশ্তী (রঃ)- এর কদমবুচির ঘটনায় মন্তব্য করার পর থেকেই আপনি সম্ভবত আমার উপর ক্ষেপে আছেন
। তাই আমি কিছু লিখলে তা আপনার পছন্দ হবে না কারণ, যারে দেখতে নারী তার চলন বাকা
।
@মালেক_০০১,
যারে দেখতে নারী তার চলন বাকা ।
কথাটা হবে:
যারে দেখতে না’রি তার চলন বাঁকা ।
নারী নয় না’রি
না’রি মানে “না পারি” [কবিতার ভাষা]
@সাদাত, দুঃখিত বানান ভুলের জন্য। আমি “নারি” লিখতে গিয়ে “নারী” লিখে ফেলেছিলাম। একইভাবে “ঁ” বাদ পড়েছিল। ‘ চিহ্ণটি অনেক জায়গায় পাইনি।
সাদাত ভাইকে আবারও ধন্যবাদ মোসলমানদের সুন্দর একটি ইতিহাস উপহার দেয়ার জন্য।
ভাই এই গল্পগুলার সত্যতা কিভাবে যাচাই করলেন?
আত্মত্যাগের দৃষ্টান্ত এরুপই হওয়া উচিত। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।