গ্রেফতারি পরওয়ানা: টার্গেট মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
লিখেছেন: ' সাদাত' @ বুধবার, এপ্রিল ১৪, ২০১০ (৫:৪২ অপরাহ্ণ)
সেসময়কার পৃথিবীর অত্যতম পরাশক্তি পারস্যের প্রতাপশালী সম্রাট কিসরা(খসরু/পারভেজ) মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর বিরূদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছিলেন। সেই ঘটনা কি আপনাদের জানা আছে? জানা না থাকলে, চলুন জেনে নিই সেই চাঞ্চল্যকর ঘটনাটি!
গ্রেফতারি পরওয়ানা: টার্গেট মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
[জানা-অজানা সত্য কাহিনী]
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একজন সাহাবীকে[হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা(রা.)কে] পারস্য সম্রাট কিসরা(খসরু)-র কাছে ইসলামের দাওয়াত সম্বলিত এক পত্রসহ প্রেরণ করলেন:
বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম
আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে কিসরা প্রধানের প্রতি-
সালাম তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করে, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনে আর এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নাই, তিনি এক ও শরিকবিহীন এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।
আমি আপনাকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। আমি মানবজাতির প্রতি আল্লাহর প্রেরিত রাসূল যেন আমি প্রত্যেক জীবিত লোককে আল্লাহর ভয় প্রর্দশন করি যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তবে নিরাপদে থাকবেন। আর অস্বীকার করলে সকল অগ্নিপূজকদের গুনাহ আপনার ওপর বর্তাবে।
পত্র পড়ে কিসরার মেজাজ বিগড়ে গেল, সে পত্রটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলল। কিসরা ইয়ামানের গভর্ণর বাযানের কাছে পত্র লিখল যাতে সে তার বাহিনী প্রেরণ করে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে গ্রেফতারপূর্বক তার সামনে হাজির করে।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে কিসরা কর্তৃক পত্র টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলার কথা পৌঁছলে তিনি বললেন:
তাদেরকেও সম্পূর্ণরূপে টুকরা টুকরা করে দেয়া হোক।
বাযান অনতিবিলম্বে পত্রসহ দুই ব্যক্তিকে রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে মদিনায় পাঠালেন। পত্রবাহক দুইজন দাঁড়ি মুন্ডিত এবং দীর্ঘ গোঁফধারী ছিলেন। রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের চেহারার প্রতি তাকাতে বিরক্তিবোধ করলেন।
: তোমাদের নাশ হোক! কে তোমাদের এরূপ করতে নির্দেশ দিয়েছে?
: আমাদের রব (কিসরা)।
: আমার রব আমাকে দাঁড়ি বড় করতে এবং গোঁফ ছাঁটতে নির্দেশ দিয়েছেন।
: কিসরা বাযানের কাছে পত্র লিখেছেন বাযান যেন আপনার কাছে এমন কাউকে পাঠায় যে আপনাকে কিসরার কাছে নিয়ে যাবে।
: এখন আপনারা যান, আগামীকাল আমার কাছে আসুন।
পরদিন সকালে পত্রবাহক দুইজন পুনরায় হাজির হলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক অদ্ভূত সংবাদ তাদের সামনে পেশ করলেন।
: .. রাতে আল্লাহতা’আলা কিসরার ছেলে শিরওয়াইকে কিসরার ওপর ক্ষমতাশালি করে দিয়েছেন এবং সে কিসরাকে কতল করে দিয়েছে।
: আপনি কি জানেন আপনি কী বলছেন? আমরা কি বাযানকে একথা লিখে পাঠাবো?
: হ্যাঁ লিখে পাঠান। আর এও বলে দিন যে বাযান যদি ইসলাম গ্রহণ করেন, তবে আমি তাঁর আয়ত্বাধীন এলাকে তাকে দান করব।
পত্রবাহক দুইজন বাযানের কাছে ফেরত আসলেন এবং পুরো বিষয় অবহিত করলেন। বাযান বললেন:
খোদার কসম! এগুলো কোন বাদশাহের কথা বলে মনে হয় না। তিনি যা বলেছেন অবশ্যই আমি তা যাচাই করে দেখব।
কিছুদিনের ভেতর তার কাছে শিরওয়াইর পত্র পৌঁছল:
অত:পর কিসরার প্রতি রুষ্ট হয়ে পারস্যবাসীর পক্ষে আমি তাকে কতল করে দিয়েছি। কারণ সে পারস্যের সম্ভ্রান্ত লোকদের অকারণে হত্যা করা নিজের জন্য বৈধ মনে করে নিয়েছিল। আপনি আপনার এলাকার সকলের কাছ থেকে আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করুন। আর কিসরা যাকে গ্রেফতারের জন্য আপনাকে লিখেছিল, তাকে কোন প্রকার উত্যক্ত করবেন না।
পত্রপাঠ করে বাযান বলে ওঠলেন:
নি:সন্দেহে ইনি খোদা প্রেরিত নবী
অত:পর বাযান ইসলাম গ্রহণ করলেন এবং ইয়ামানবাসী ও ইসলাম গ্রহণ করলেন।