লগইন রেজিস্ট্রেশন

সূরা কাহাফ: আয়াত ১-১০

লিখেছেন: ' সাদাত' @ সোমবার, এপ্রিল ১৯, ২০১০ (৫:০৩ অপরাহ্ণ)

[ পোস্টটা আসলে আমার নিজের জন্য, কেউ উপকৃত হলে সেটা বোনাস]

সূরা কাহাফ:

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

1 الْحَمْدُ All Praise
1 لِلَّهِ (is) for Allah
1 الَّذِي the One Who
1 أَنزَلَ (has) revealed
1 عَلَى to
1 عَبْدِهِ His slave
1 الْكِتَابَ the Book,
1 وَلَمْ and not
1 يَجْعَل (has) made
1 لَّهُ in it
1 عِوَجَا any crookedness.
সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।
2 قَيِّمًا Straight,
2 لِّيُنذِرَ to warn
2 بَأْسًا (of) a punishment
2 شَدِيدًا severe,
2 مِن from
2 لَّدُنْهُ near Him,
2 وَيُبَشِّرَ and give glad tidings
2 الْمُؤْمِنِينَ (to) the believers,
2 الَّذِينَ those who
2 يَعْمَلُونَ do
2 الصَّالِحَاتِ righteous deeds,
2 أَنَّ that
2 لَهُمْ for them
2 أَجْرًا (is) a reward.
2 حَسَنًا (which is) good
একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে-তাদেরকে সুসংবাদ দান করে যে, তাদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে।
3 مَاكِثِينَ (They will) abide
3 فِيهِ in it
3 أَبَدًا forever.
তারা তাতে চিরকাল অবস্থান করবে।
4 وَيُنذِرَ And to warn
4 الَّذِينَ those who
4 قَالُوا say,
4 اتَّخَذَ “Has taken
4 اللَّهُ Allah,
4 وَلَدًا a son.”
এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে।
5 مَّا Not
5 لَهُم they have
5 بِهِ about it
5 مِنْ any
5 عِلْمٍ knowledge
5 وَلَا and not
5 لِآبَائِهِمْ their forefathers.
5 كَبُرَتْ Mighty (is)
5 كَلِمَةً the word
5 تَخْرُجُ (that) comes out
5 مِنْ of
5 أَفْوَاهِهِمْ their mouths.
5 إِن Not
5 يَقُولُونَ they say
5 إِلَّا except
5 كَذِبًا a lie.
এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা।
6 فَلَعَلَّكَ Then perhaps you would (be)
6 بَاخِعٌ the one who kills
6 نَّفْسَكَ yourself
6 عَلَى over
6 آثَارِهِمْ their footsteps,
6 إِن if
6 لَّمْ not
6 يُؤْمِنُوا they believe
6 بِهَذَا in this
6 الْحَدِيثِ [the] narration,
6 أَسَفًا (in) grief.
যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন।
7 إِنَّا Indeed, We
7 جَعَلْنَا We have made
7 مَا what
7 عَلَى (is) on
7 الْأَرْضِ the earth
7 زِينَةً adornment
7 لَّهَا for it,
7 لِنَبْلُوَهُمْ that We may test [them]
7 أَيُّهُمْ which of them
7 أَحْسَنُ (is) best
7 عَمَلًا (in) deed.
আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।
8 وَإِنَّا And indeed, We
8 لَجَاعِلُونَ (will) surely make
8 مَا what
8 عَلَيْهَا (is) on it
8 صَعِيدًا soil
8 جُرُزًا barren.
এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব।
9 أَمْ Or
9 حَسِبْتَ you think
9 أَنَّ that
9 أَصْحَابَ (the) companions
9 الْكَهْفِ (of) the cave
9 وَالرَّقِيمِ and the inscription
9 كَانُوا were,
9 مِنْ among
9 آيَاتِنَا Our Signs,
9 عَجَبًا a wonder?
আপনি কি ধারণা করেন যে, গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল ?
10 إِذْ When
10 أَوَى retreated
10 الْفِتْيَةُ the youths
10 إِلَى to
10 الْكَهْفِ the cave,
10 فَقَالُوا and they said,
10 رَبَّنَا “Our Lord!
10 آتِنَا Grant us
10 مِن from
10 لَّدُنكَ Yourself
10 رَحْمَةً Mercy,
10 وَهَيِّئْ and facilitate
10 لَنَا for us
10 مِنْ [from]
10 أَمْرِنَا our affair
10 رَشَدًا (in the) right way.”
যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।
Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৮২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৪ টি মন্তব্য

  1. ফযিলত:

    مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّال
    “যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্ত করবে, সে দাজ্জাল হতে নিরাপদ থাকবে।”
    [মুসলিম, আবুদাউদ, তিরমিজি, নাসাঈ]

  2. একটা সুন্দর দুআ:

    رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً

    وَهَيِّىءْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

    হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন
    এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।

  3. সুন্দর হয়েছে । ক্যাটাগরী হিসেবে কি দিয়েছেন ?

    সাদাত

    @হাফিজ,
    কোরআন।