ছোট ছোট ভুলগুলি : ১
লিখেছেন: ' সাদাত' @ বৃহস্পতিবার, মে ১৩, ২০১০ (১১:৪০ অপরাহ্ণ)
[একজন পাঠকও যদি উপকৃত হন এই আশায়, যদিও এই ব্লগের বেশিরভাগ ব্লগারের কাছেই অপ্রয়োজনীয় মনে হতে পারে]
সূরা ক্বদর তো আমরা অনেকেই জানি।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
লক্ষ করেছেন কি:
১ম আয়াতে লাইলাতিল ক্বদরি [إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ]
২য় আয়াতে লাইলাতুল ক্বদরি[وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ]
৩য় আয়াতে লাইলাতুল ক্বদরি [لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ]
৭৭ বার পঠিত
ধন্যবাদ সাদাত ভাই, ছোট বেলায় কেন, এখন-ও মাঝে মাঝে এই তিন লাইনে পেচ লাগিয়ে ফেলি। অশেষ ধন্যবাদ।
আপনি কি এরাব শিখার কথা বলছেন, না সাধারন মানুষ যাতে পড়ার সময় খেয়াল করে পড়ে সে উদ্দেশ্যে?
@বাংলা মৌলভী,
দ্বিতীয়টা। ধন্যবাদ।