ছোট ছোট ভুলগুলি : ২
লিখেছেন: ' সাদাত' @ শনিবার, মে ১৫, ২০১০ (১২:২৫ পূর্বাহ্ণ)
সূরা ইখলাস জানে না এমন নামাযী পাওয়া মুশকিল।
بسم الله الرحمن الرحيم
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ١
اللَّهُ الصَّمَدُ ٢
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ٤
এসূরায় ক্বুল এর উচ্চারণে যে ভুল হয়, সে অনেকেই জানেন। কিন্তু আরো কতগুলো ভুল খেয়াল না করার কারণে হয়ে থাকে।
১. অনেকেই বলেন ‘ক্বুলহু আল্লাহু আহাদ’
আসলে বলা উচিত ‘ক্বুল হু ওল্লাহু আহাদ’ [هُوَ اللَّهُ ]
২. অনেকেই উচ্চারণ করেন ‘আল্লাহুস সামাদ’ [ নোট: আল্লাহ শব্দের উচ্চারণ আসলে 'আল ল--হ', সেটাএখনকার উদ্দেশ্য না।]
আসলে ‘সামাদ’ হবে না হবে ছমাদ ।
৩. অনেকেই বলেন ‘ওয়ালাম ইউলাদ’
আসলে হবে ‘ওয়ালাম য়্যুলাদ’ [ يُو ]
[পোস্টটা তাদের জন্য যারা আরবী পড়তে জানেন, কিন্তু খেয়াল না করার জন্য ভুল করে থাকেন।
যারা আরবী পড়তে জানেন না, এই পোস্টটা তাদেরকে আরবী উচ্চারণ শেখাবার জন্য নয়। আরবী উচ্চারণ বাংলায় লেখা বলতে গেলে প্রায় অসম্ভব। কাজেই তাদের প্রতি অনুরোধ আরবী ভালো জানেন এমন কারো কাছ থেকে আরবী শেখা।]
‘ক্বুল হুআল্লাহু আহাদ’ না ‘ক্বুল হুওআল্লাহু আহাদ’ হবে?
হা এর পরে কি ওয়া’র উচ্চারন হবে না?
জানাবেন প্লিজ
@রেজওয়ান করিম,
ধন্যবাদ, মতামতের জন্য।
এবার দেখেন তো ঠিক আছে কিনা?
আরবী উচ্চারন বাংলায় লিখতে গিয়ে আসলেই নিজেই অনেকটা বিড়ম্বনার শিকার। তাই পাশে আরবীটা দিয়েই দিয়েছি।
পোস্টটা তাদের জন্য যারা আরবী পড়তে জানেন, কিন্তু খেয়াল না করার জন্য ভুল করে থাকেন
যারা আরবী পড়তে জানেন না, এই পোস্টটা তাদেরকে আরবী উচ্চারণ শেখাবার জন্য নয়। আরবী উচ্চারণ বাংলায় লেখা বলতে গেলে প্রায় অসম্ভব। কাজেই তাদের প্রতি অনুরোধ আরবী ভালো জানেন এমন কারো কাছ থেকে আরবী শেখা।
আর একটা কথা আমি ওনেকেই শুনেছি এ সূরাটার শেষে এই রকম উচ্চারণ করে যে_লাহু কফু উয়ান আহাদ কিন্তু ওখানেতো আছে ওয়া সুতরাং লাহু কফু ওয়ান আহাদ হবে না?
জানাবেন
@রেজওয়ান করিম,
আসলে ভুলের তো কোন শেষ নাই।
শেষের আয়াত হচ্ছে:
ওয়া লাম ইয়া কুল্লাহু- কুফুওয়ান আহাদ।