ছোট ছোট ভুলগুলি : ৩
লিখেছেন: ' সাদাত' @ শনিবার, মে ১৫, ২০১০ (৮:০৭ অপরাহ্ণ)
এক.
বেতের নামাযে দুআ কুনুত পড়তে হয়। যে দুআ কুনুতটা আমরা পড়ে থাকি:
اللَّهُمَ اِنَّا نَسْتَعِيْنُكَ وَ نَسْتَغْفِرُكَ وَ نؤمِنُ بِكَ وَ نَتَوَكَّلُ عَلَيْكَ وَ نُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَ نَشْكُرُكَ وَ لَا نَكْفُرُكَ وَ نَخُلَعُ وَ نَتْرُكُ مَنْ يّفْجُرُكَ. اللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَ لَكَ نُصَلِّىْ وَ نَسْجُدُ وَ اِلَيْكَ نَسْعٰى وَ نَحْفِدُ وَ نَرْجُوْا رَحْمَتَكَ وَ نَخْشٰى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
এখানে “নাশকুরুকা ওয়া লা- নাকফুরুকা” আমরা পড়ি
“ওয়ালা- নাকফুরুকা” [ وَ لَا نَكْفُرُكَ ]পড়ার সময় ‘লা’তে কোন টান না দিয়ে ওয়ালা নাকফুরুকা পড়লে অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে যায়।
দুই.
অনেকে দুআ কুনুত না জানা থাকার কারণে বেতের নামায পড়েন না,
আবার অনেকে দুআ কুনুতের পরিবর্তে ৩ বার সূরা ইখলাস পড়ে থাকেন।[যা সঠিক নয়]
অথচ নিচের দুআ যা প্রায় সবাই জানেন, দুআ কুনুত হিসেবে পড়তে পারেন:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অথচ নিচের দুআ যা প্রায় সবাই জানেন, দুআ কুনুত হিসেবে পড়তে পারেন:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
মুখস্হ হবার আগ পর্যন্ত এটা পড়া যায় ? নাকি দোয়া কুনুত কোনো সময় না পড়ে শুধু এটা পড়লেই হোলো ?
@হাফিজ,
বেতেরের ৩য় রাকাতে কোন একটা দুআ পড়া ওয়াজিব।
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
যে দুআ কুনুতটা আমরা পড়ি সেটা অর্থের দিক দিয়ে খুব ভালো এবং আমাদের এটা শেখা উচিত।
তবে এটাও জানা উচিত যে আমরা যে দুআ কুনুতটা পড়ি সেটা ছাড়াও আরো দুআ কুনুত আছে।
এই লিঙ্ক এর ১২ নং পেজে দুআ কুনুত শব্দার্থ সহকার দেয়া আছে। ডাউনলোড করে পুরোটাই মুখস্থ করে নেয়া খুবই জরুরী।