ছোট ছোট ভুলগুলি : ৪
লিখেছেন: ' সাদাত' @ রবিবার, মে ১৬, ২০১০ (২:৫৮ অপরাহ্ণ)
অনেকে মাগরিবের নামায পড়তে একটু দেরি হয়ে গেলেই ভাবেন, নামায কাযা হয়ে গেছে। অনেকে এই ভেবে নামাযটাই মুলতুবি করে দেন। অথচ মাগরিবের ওয়াক্ত কিন্তু এত অল্প সময়ের নয়। সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত যতটুকু সময়, মাগরিবের ওয়াক্ত ও প্রায় ততটুকু সময়ের। সোজা কথা, এশার ওয়াক্ত হবার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত।
যেমন ধরুন ঢাকায় মে মাসের একদিনের কথা যখন
মাগরিব শুরু ৬:৩৪ এ
এশা শুরু ৭:৫৭ এ
অর্থাৎ ঐ দিন মাগরিবের ওয়াক্ত ১ ঘন্টা ২৩ মিনিট।
কাজেই শুধু সন্দেহের বশে মাগরিবের নামায কাযা হয়ে গেছে না ভেবে নামাযের সময়সূচি দেখে নেওয়া উচিত।
[মাগরিবের নামায যে তাড়াতাড়ি পড়া ভাল এতে তো সন্দেহ নাই। পোস্টটা সে সময়ের জন্য যখন অনিচ্ছিকৃতভাবে নামাযটা বিলম্বিত হয়।]
১৩৩ বার পঠিত
Processing your request, Please wait....












সাদাত ভাই,
আপনার এই উদ্যোগ প্রশংসনীয় , তবে এগুলো যেহেতু ফিকাহ এর মাসআলা তাই রেফারেন্স দিলে ভালো হতো ।
@হাফিজ ভাই,
আসলে মাসআলা আলোচনা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কিছু বিষয়ে একটু হিট করা, যাতে কারো আমলের বিপরীত হলে তিনি যেন তাহকিক করে নেন। আমি আসলে খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলছি। আমার ধারণা এই ব্লগের নিয়মিত ব্লগাররা এসব বিষয়ে সবাই সচেতন। তাই এই ব্লগের সাধারণ পাঠকদের জন্যই আসলে এই উদ্যোগ। তবে কোন বিষয়ে খটকা লাগলে জানাতে পারেন।
[আপনার জ্ঞাতার্থে এই পোস্টের সংশ্লিষ্ট মাসআলা মুফতি মুনসুরুল হক সাহেবের কাছ থেকে জানা]
@সাদাত, আমার খটকা নেই, রেফারেন্স থাকলে গ্রহনযোগ্যতা বাড়ে শুধুমাত্রে এই কারনে বলা ।
ধন্যবাদ