জামিলুল বাশার: একজন কল্পনা-অনলির নমুনা
লিখেছেন: ' সাদাত' @ রবিবার, জুলাই ১১, ২০১০ (৫:০৭ অপরাহ্ণ)
অনেকেই নিজেদের কুরআন-অনলি বলে পরিচয় দিয়ে থাকেন, যদিও তারা আসলে ‘কল্পনা-অনলি’। জামিলুল বাশার এই ‘কল্পনা-অনলি’দের এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলাম বিকৃতির মহান(!) এই সংস্কারকের ধর্মমত এক নজরে দেখে নিন:
(নাউযুবিল্লাহি মিন যালিক)
‘কুরআন-অনলি’র নামে ‘কল্পনা অনলি’রা এভাবেই নিজস্ব ‘কাল্পনিক’ ইসলাম বানানোর খেলায় মেতে উঠেছে।
সূত্র:
http://www.ahl-alquran.com/English/document.php?page_id=918
এবং জামিলুল বাসারের “কোরান বনাম শরিয়ত” গ্রন্থ
৩৭৭ বার পঠিত
আপনাকে ধন্যবাদ।
স্পষ্টতই একে ইহুদী মনে হচ্ছে , অথবা তাদের দালাল। কেননা ইহুদীরা শনিবার তাদের বিশেষ পার্থনা দিবস হিসেবে পালন করে থাকে, যেমন মুসলিমদের জন্য শুক্রবার ।
আমাদের দেশেও অতি সম্প্রতি এই ব্যাধি বিস্তার ঘটাচ্ছে, ইতিমধ্যে আমরা এই ব্লগেও এই ভাইরাস আক্রান্তদের লক্ষ্য করেছি, এদের মূল সোর্স হলো ইহুদীদের তা স্পষ্টই বুঝা যায়। যদিও তারা মুসলিম সমাজে কোরান অনলি স্লোগানে উকি দেয় কিন্তু বস্তুত কোরান তাদের থেকে পানা চায়, কারন কোরান স্পষ্টই রসূল সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বিনাবাক্যবয়ে মান্য করার হুকুম করে অথচ কোরান অনলিরা মনে করে রসূল সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে যাতা বলেও কোরান মান্য করা যায়!!
এরা ঐ শ্রেনীর মুনাফিকদের মতো যাদের একজনকে ওমর রযি: রসূল সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের জীবদ্দশায় হত্যা করেছিলেন, এদের বিরুদ্ধে আমাদের সাধারণ মুসলিম সমাজকে সতর্ক করা অতীব জরুরী।
জিন্দিক বলে সেইসব শয়তানদের যারা মানুষের বেশে ইসলামে ঢুকে ইসলামের বারোটা বাজায়। আল্লাহ জিন্দিকদের হাত থেকে ইসলামকে হিফাজত করুন ও এই লোককে হিদায়াত দিন।
ভাল পয়েন্ট ধরেছেন।