সুদ হতে পরিত্রাণের উপায় কী?
লিখেছেন: ' সাদাত' @ রবিবার, অগাষ্ট ১, ২০১০ (৩:৩২ অপরাহ্ণ)
আমি সুদ খাই না- আমাদের অনেকেরই রয়েছে এই রকমের আত্মতৃপ্তি। কিন্তু আমরা কি কোনভাবে সুদের প্রভাব থেকে বেঁচে থাকতে পারছি। আমাদের সমাজের অগণিত মানুষ এই সুদের ওপর জীবন যাপন করছে। কেউ সুদ খাচ্ছে, কেউ খাওয়াচ্ছে। এমতাবস্থায় আমাদের করণীয় কি শুধু সুদ বিরোধি ফতোয়া প্রচার করা? নাকি নিজে সুদ থেকে বাঁচার পাশাপাশি অন্যদেরকে বাঁচাবার চেষ্টা করা উচিত? সুদের কারণে যে গজব অবতীর্ণ হয়, আমরা কেউই কি সেই গজব থেকে বাঁচতে পারছি? মুনাফার নামে সুদ খাওয়ানো হচ্ছে অনেক ক্ষেত্রে, ফলে সুদের পাপবোধটুকুও বিলুপ্ত হতে শুরু করেছে। এই অবস্থায় আপনারা কে কী ভাবছেন?
২৬১ বার পঠিত
নিজে সুদ খাওয়া ও দেওয়া বন্ধ করে দিতে হবে ।
আর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে ।
এ ব্যাপারে “প্রশ্ন-উত্তর” বিভাগে বেশ কিছু দিন আগে প্রশ্ন করেছিলাম যে – বাংলাদেশের প্রেক্ষিতে সুদ থেকে পুরোপুরি কিভাবে বেঁচে থাকা সম্ভব।
এখনো জবাব পাইনি।