‘ওহাবী মতবাদ’ এক ভয়ানক ফিতনা !
লিখেছেন: ' দেশী৪৩২' @ বৃহস্পতিবার, নভেম্বর ৮, ২০১২ (১২:০৬ পূর্বাহ্ণ)
বইটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
বইটিতে ওহাবী মতবাদ বা সম্প্রদায়ের সৃষ্টি ও বিভৎসতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাইকে আহ্বান করবো পড়ার জন্য।তাহলেই বুঝতে পারবেন ইসলামের মধ্যে প্রকৃত ফিতনা সৃষ্টিকারী কারা । ছোটকালে আমিও ভাবতাম যেখান থেকে(সৌদী আরব) ইসলামের সুচনা ও রসুল পাক সাঃ এর পবিত্র জন্মভুমি , ইসলামের আসল রূপ সেখানেই থাকবে।কিন্তু সেখানের ক্ষমতাই যে বসে থাকবে মীরজাফর বা শয়তানের চর ও তারা ক্ষমতায় থাকার জন্য নিজস্ব সিলেবাসে আলেম তৈরী করে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। তা কল্পনাও করতে পারিনি।যা নাকি পারছেন না অনেক মোসলমানরা এখনও । আবার তাদের অর্থের লোভে পড়ে বাধ্য হয়েই অনেকে তাদের সমর্থন বা তাদের প্রচারনা করতে বাধ্য হচ্ছেন।
পরিশেষে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে ঐক্যবদ্ধ হওহার তৌফিক দান করুন ও বাতিল সকল পথ ও মত ধ্বংস করে দিন।আমিন।