স্বামীর অবাধ্য ও স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী !
লিখেছেন: ' দেশী৪৩২' @ মঙ্গলবার, নভেম্বর ২, ২০১০ (১২:১৭ পূর্বাহ্ণ)
ইবনে আব্বাস রাঃ থেকে বর্নিত, তিনি বলেনঃ রসুল পাক সাঃ এরশাদ করেন,’আমাকে দোজখ দেখান হয়।(আমি দেখি) তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক;কারন তারা কুফরি করে।” জিজ্ঞাসা করা হলো,”তারা কি আল্লাহর সাথে কুফরি করে ? তিনি সাঃ বললেন, ”তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে।তুমি যদি দীর্ঘ্যকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাক,এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে,”আমি কখনও তোমার কাছ থেকে ভাল ব্যবহার পাইনি।” – বোখারি শরীফ-পৃষ্ঠা-২৭,ইমান অধ্যায়।
১৩৮ বার পঠিত