Cluster BOMBS: Who is the Target?
লিখেছেন: ' Fiqriyatu Fiddin' @ শনিবার, জুলাই ৩১, ২০১০ (৪:০৩ অপরাহ্ণ)
কাল থেকে গুচ্ছবোমা নিষিদ্ধ হচ্ছে : চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল চুক্তিতে নেই !
৩১ জুলাই, ২০১০
গুচ্ছবোমা চুক্তি নিষিদ্ধকরণবিষয়ক চুক্তি আগামীকাল রবিবার থেকে কার্যকর হতে যাচ্ছে। ‘ধ্বংসাত্দক অস্ত্র’ মুক্ত একটি বিশ্ব গড়ার সুযোগ হিসেবে চুক্তিটির প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
একটি মূল বোমা থেকে নির্দিষ্ট একটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়া অনেক বোমার নাম গুচ্ছবোমা। মূল বোমা থেকে কখনো কখনো কয়েক শ ছোট বোমা বের হয়ে ফোয়ারার মতো ছড়িয়ে পড়ে মাটিতে।
এ ধরনের বোমার অধিকাংশই সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না এবং বছরের পর বছর ধরে সুপ্ত থাকে। অনেক বছর পরও এগুলোর বিস্ফোরণে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ-পূর্ব এশিয়া, বলকান অঞ্চল এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধের সময় ব্যবহৃত এ ধরনের বোমা এখনো বিস্ফোরিত হয়ে মানুষের মৃত্যু ঘটাচ্ছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গুচ্ছবোমা নিষিদ্ধ করার সনদ ১ আগস্ট ২০১০ সাল থেকে কার্যকর হতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। বিশ্বে নিরস্ত্রীকরণ ও মানবাধিকারবিষয়ক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এই উদ্যোগ। ভয়াবহ এসব অস্ত্রের কারণে বিদ্যমান নিরাপত্তাহীনতা মোকাবিলায় সহায়ক হবে।’ গুচ্ছবোমা নিষিদ্ধকরণ সনদে এখন পর্যন্ত ১০৭টি দেশ স্বাক্ষর করেছে। আর এ বিষয়ক একটি চুক্তি অনুমোদন করেছে ৩০টিরও বেশি দেশ। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো গুচ্ছবোমা ব্যবহার, এর উপাদন এবং মজুদ করতে পারবে না। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে গুচ্ছবোমা উৎপাদনের সঙ্গে জড়িত দেশ_ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সও রয়েছে। এই দেশগুলোর কাছে এখন প্রায় ১০ কোটিরও বেশি গুচ্ছবোমার মজুদ রয়েছে। তবে বিপুল পরিমাণ গুচ্ছবোমা মজুদকারী দেশ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চুক্তিটি প্রত্যাখ্যান করে এতে স্বাক্ষর করেনি। বান কি মুন বলেন, ‘সনদটি কেবল বিশ্বের সমন্বিত মনোভাব পরিবর্তনের বিষয়টি তুলে ধরে। একই সঙ্গে মানবতার বিরোধী হুমকি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার, সুশীল সমাজ এবং জাতিসংঘের সমন্বিত পরিকল্পনা এবং উদ্যোগের ক্ষমতাও তুলে ধরে।’
http://www.ibnewsonline.com/bangla/detailsnews.php?id=651
কাল থেকে গুচ্ছবোমা নিষিদ্ধ হচ্ছে : চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল চুক্তিতে নেই !
৩১ জুলাই, ২০১০
নিষিদ্ধ হচ্ছে এর অর্থ কি ? নতুন করে আর বানানো যাবে না , অথবা কোনো জায়গায় নিক্ষেপ করা যাবে না ? কোনটা বুঝাচ্ছে ?
G 8এর মেমবাররা মিলে ঠিক করেছিল যে তারা এর Production, Sales, Improvement and Use – সবই বন্ধ করবে। কে শোনে কার কথা।