লগইন রেজিস্ট্রেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ

লিখেছেন: ' রাতদিন' @ বুধবার, ডিসেম্বর ৩০, ২০০৯ (৭:৫১ পূর্বাহ্ণ)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মের নামে মানুষ হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য ইমামদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও আধুনিক গণতান্ত্রিক দেশ হিসেবে গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী ইমামদের উদ্দেশে বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ যারা সৃষ্টি করে, তাদের ব্যাপারে সচেতনতা তৈরি করা প্রয়োজন এবং জঙ্গিবাদসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করাটা ইমামরাই পারেন। কারণ, সমাজে তাঁরা সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁরা ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে অনন্য ভূমিকা পালন করবেন—এটাই আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।’
বিভিন্ন অপপ্রচার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সত্যিকারভাবে ইসলাম ধর্মে বিশ্বাস করে ও ইসলাম ধর্ম মেনে চলে, তারা কখনো মিথ্যা বলতে পারে না এবং অপপ্রচার চালাতে পারে না। যারা এই মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালায়, তাদের মুখোশ উন্মোচন করা দরকার। সমাজকে তাদের ব্যাপারে সচেতন করার দায়িত্ব রয়েছে। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ু্ল এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে কী অসামান্য অবদান রেখে গেছেন। বিভিন্ন সময় যারা ইসলামের কথা বলে দেশ চালিয়েছিল, তারা কিন্তু বঙ্গবন্ধুর নেওয়া সব পদক্ষেপ বাতিল করে দেয়। ইসলামের নামে ক্ষমতায় বসে মদের লাইসেন্স তারাই দিয়েছে।’
অনুষ্ঠানে সামাজিক উন্নয়নে অবদান রাখায় প্রতি বিভাগ থেকে একজন ইমামকে পুরস্কার দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের বাংলাদেশের প্রতিনিধি এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ।

- প্রথম আলো

প্রধানমন্ত্রী
আপনি ইসলামের সাথে থাকুন, আপনাকে ধন্যবাদ ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৫৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)