ই-বুক ইসলাম ও নাস্তিকতা ২০১০
লিখেছেন: ' রাতদিন' @ বৃহস্পতিবার, জানুয়ারি ২১, ২০১০ (১১:১৭ পূর্বাহ্ণ)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভূমিকাঃ এদেশে ইন্টারনেট সুলভ হওয়ার পর থেকে কিছু ইসলাম বিদ্দেষীদের তৎপরতা ডিজিটাল আকার ধারন করেছে। এ ধরনের বহু মানুষ বহু যুগ থেকেই ইসলামের বিরুদ্ধে কর্মতৎপরতা দেখিয়েছে, আবু জাহেল, আবু লাহাব থেকে সাল্মান রুশদি কিংবা আলী সিনা পর্যন্ত। তারা নিরলস চেষ্টা করে এ ব্যাপারে সফলতা পাওয়ার জন্য। তাদের নিত্য নুতুন কাহীনি আর সিস্টেম তৈরি করতেছে। কাজের কাজ তেমন লাভ করতে পারতেছে না।দিন থেকে দিন নতুন থেকে নুতুন কৌশল আবিষ্কার করে যাইতেছে। নিজেরাই নিজেদের কুমতলবে ব্যাস্ত থাকে। যাইহোক, মুসলমানদের বিরুদ্ধে যে পরিমান ষড়যন্ত্র হয়েছে তা যদি অন্য কোন জাতির উপর করা হইতো তাহলে তাদের মিউজিয়ামেও খুজে পাওয়া যেত না। মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্রের এতই ব্যপক যে বলে বুঝানো যাবে না।
ষড়যন্ত্রের ব্যাপারে মুসলমানদের মতামত হযরত আলী রাঃ কথায় প্রকাশ পায় -‘
খোদার শপথ! যদি ষড়যন্ত্র অপছন্দনীয় ব্যাপার না হতো,তাহলে আমি হতাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ চতুর লোক ৷ কিন্তু প্রত্যেক প্রতিশ্রুতি ভঙ্গ করাই পাপ ৷ আর প্রতিটি পাপই হলো অকৃতজ্ঞতা ৷ আর প্রতিটি হঠকারিতা বা চাতুর্য এমন এক পতাকার মতো যেই পতাকার মাধ্যমে কেয়ামতে তা চিনতে পারা যাবে৷ খোদার শপথ ! আমি ষড়যন্ত্রের মাধ্যমে নতজানু হবো না, কিংবা কঠিন পরিস্থিতির মধ্যেও অক্ষম হবো না
৷”
বিদ্দেষীরা কু-বুদ্ধিতে মুসলমানদের হয়ত হারাতে পারবে কিন্তু সৎ-বুদ্ধিতে কোন দিন পারেনি, পারে নাই পারবেও না ইনশি-আল্লাহ।
পর্ব ১ঃ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র
হে মুসলিম ভাইয়েরা সাবধান!- ১ লিখেছেন উমর
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/manwithamission/29031357
হে মুসলিম ভাইয়েরা সাবধান!*** (দ্বিতীয় পর্ব) লিখেছেন উমর
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/manwithamission/29031600
বৃটিশ গোয়েন্দা মিষ্টার হ্যামপারের জবানবন্দি-১ লিখেছেনঃ জাগারণ
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Jagaronblog/29020994
বৃটিশ গোয়েন্দা মিষ্টার হ্যামপারের জবানবন্দি-২ লিখেছেনঃ জাগারন
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Jagaronblog/29023683
বৃটিশ গোয়েন্দা মিষ্টার হ্যামপারের জবানবন্দি-৩ লিখেছেনঃ জাগারন
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Jagaronblog/29031783
বৃটিশ গোয়েন্দা মিষ্টার হ্যামপারের জবানবন্দি-৪ লিখেছেনঃ জাগারন
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Jagaronblog/29033853
বৃটিশ গোয়েন্দা মিষ্টার হ্যামপারের জবানবন্দি-৫ লিখেছেনঃ জাগারন
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Jagaronblog/29037187
বৃটিশ গোয়েন্দা মিষ্টার হ্যামপারের জবানবন্দি-৬ লিখেছেনঃ জাগারন
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Jagaronblog/29040668
উগ্রবাদী শিবসেনাদের ষড়যন্ত্র তাদের নিজেদের লেখায় প্রকাশ হয়েছিল। এ বিষয়ে বাংলায় কোণ লিখা এখন পাইনি।
পর্ব ২ নাস্তিকতা
***আসুন জেনে নিই: নাস্তিক্যবাদ কি নতুন কিছু না আগেও ছিল এবং কুরআন অবিশ্বাসীদের মন্তব্য কেমন ছিল *** লিখেছেনঃ উমর
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/manwithamission/29020557
নাস্তিকরাও কি বিশ্বাসী? লিখেছেনঃ shamimz
লিংকঃ http://shodalap.com/2010/01/15/are-atheists-believer/
আস্তিকতা বনাম নাস্তিকতা: একটি বিশ্লেষণ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://shodalap.com/2010/01/02/theism-vs-atheism-an-analysis/
নাস্তিকতার স্বপক্ষের প্রচলিত যুক্তি খণ্ডন লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://shodalap.com/2010/01/14/refuting-atheists-arguments/
নাস্তিকদের চোখের সামনে গড হাজির লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/29025381
বিজ্ঞান ও দর্শনের আলোকে আস্তিকতা-নাস্তিকতা লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/29004338
ডিজাইন ও বুদ্ধিমত্তার সন্ধানে! লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/29000726
নাস্তিকতা বনাম মানবতাবাদ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/29001644
প্রকৃত মানবতাবাদী ও প্রগতিশীল হতে হলে লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28997735
পর্ব ৩ঃ আল্লাহ পাকের অস্তিত্ব –
সৃষ্টিকর্তার অস্তিত্বের স্বপক্ষে তিনটি স্বতন্ত্র প্রমাণ – লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28949393
ইসলাম ও কোরআনে বিশ্বাসের ভিত্তি লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28951849
আল্লাহ পাকের অস্তিত্ব লিখেছেনঃ ফুয়াদ
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Fuad1dinohin/29054263
ভবিষ্যতের পথে লিখেছেনঃ ফুয়াদ
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Fuad1dinohin/29047268
ঈশ্বরের অস্তিত্ব লিখেছেনঃ ফুয়াদ
লিংকঃ http://shodalap.com/2009/11/08/gods-existence/
আল্লাহ আছেন কি নাই ?( মুসলিম, নাস্তিক কাল্পনিক কথাবার্তা) লিখেছেনঃ ফুয়াদ
লিংকঃ http://shodalap.com/2009/11/06/imaginary-dialogue/
পর্ব ৪ কোরান ও বিজ্ঞান
কোরআন ও বিজ্ঞান: অপপ্রচারের জবাব – ৭ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28947249
কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম – ১ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28978911
কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম – ২ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28979266
কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম – ৩ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28979748
কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম – ৪ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28980135
কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম – ৫ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28981094
কোরআনে অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভ্রম – ৬ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28982744
এইডস প্রতিরোধে আল-কোরআনের বিধান-(২য় পর্ব) লিখেছেনঃ মাহফুজশান্ত
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Mahfuzhappy/28957589
এইডস প্রতিরোধে আল-কোরআনের বিধান-(১ম পর্ব) লিখেছেনঃ মাহফুজশান্ত
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Mahfuzhappy/28957206
কোরআন ও বিজ্ঞান নিয়ে বিভ্রান্তি – ১ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28945145
কোরআন ও বিজ্ঞান নিয়ে বিভ্রান্তি – ২ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28945191
কোরআন ও বিজ্ঞান নিয়ে বিভ্রান্তি – ৩ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28945377
কোরআন ও বিজ্ঞান নিয়ে বিভ্রান্তি – ৪ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28945884
কোরআন ও বিজ্ঞান নিয়ে বিভ্রান্তি – ৫ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28946271
কোরআন ও বিজ্ঞান নিয়ে বিভ্রান্তি – ৬ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28946366
পর্ব ৫ আল কোরান এবং আকাশ পৃথিবী সৃষ্টি যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।
আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (১ম পর্ব): লিখেছেনঃ জ্ঞাঞ্চক্ষু
লিংকঃ http://shodalap.com/2009/11/06/creation1/
আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (২য় পর্ব): লিখেছেনঃ জ্ঞাঞ্চক্ষু
লিংকঃ http://shodalap.com/2009/11/07/creation2/
আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (৩য় পর্ব): লিখেছেনঃ জ্ঞাঞ্চক্ষু
লিংকঃ http://shodalap.com/2009/11/18/creation3/
আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (৪র্থ পর্ব): লিখেছেনঃ জ্ঞাঞ্চক্ষু
লংকঃ http://shodalap.com/2009/11/20/creation4/
আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (শেষ পর্ব) লিখেছেনঃ জ্ঞাঞ্চক্ষু
লিংকঃ http://shodalap.com/2009/11/24/creation_last/
সপ্ত-আকাশমন্ডলী লিখেছেনঃ জ্ঞাঞ্চক্ষু
লিংকঃ http://shodalap.com/2009/11/26/seven-heavens/
পর্ব ৬ বিজ্ঞানে নাস্তিকদের অবদান
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শীর, লিখে রেখ এক ফোটা দিলাম শিশির লিখেছেনঃ ফুয়াদ
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Fuad1dinohin/29019632
পর্ব ৭ নাস্তিকদের ব্যপারে আস্তিকরা
নাস্তিকের ধর্মচর্চা ও আস্তিকের মূর্খতা লিখেছেনঃ ত্রিভুজ
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/trivuzblog/29063449
পর্ব ৮ কিছু আয়াত বিষয়ক নাস্তিকদের জবাবে
পবিত্র কোরআনের ১৮ নং সূরা কাহাফ এর ৯০ নং আয়াত সম্পর্কে একজন প্রশ্নকারীর প্রশ্নের জবাবে বলছি লিখেছেনঃ মাহফুজশান্ত
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Mahfuzhappy/28946375
পবিত্র কোরআনের ১৮:৮৬ নং আয়াতের অনুবাদ এবং সেই সম্পর্কে একজন প্রশ্নকারীর খাম-খেয়ালি উক্তির জবাবে বলছি- লিখেছেনঃ মাহফুজশান্ত
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Mahfuzhappy/28940973
সহী বুখারি শরীফের (নিম্নে বর্ণিত) হাদিছে সূর্যের গতিপথ সম্পর্কে যে ইংগিত দেয়া হয়েছে সে বিষয়ে একজন প্রশ্নকারীর প্রশ্নের জবাবে বলছি লিখেছেনঃ মাহফুজশান্ত
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/Mahfuzhappy/28936772
পর্ব ৯ নাস্তিকদের অজ্ঞতা
অজ্ঞতা ও অভিযোগের জবাব – ১ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28943729
অজ্ঞতা ও অভিযোগের জবাব – ২ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28944285
অজ্ঞতা ও অভিযোগের জবাব – ৩ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28944631
অজ্ঞতা ও অভিযোগের জবাব- ৪ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28954338
অজ্ঞতা ও অভিযোগের জবাব-৫ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28954778
অজ্ঞতা ও অভিযোগের জবাব-৬ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28955662
অজ্ঞতা ও অভিযোগের জবাব-৭ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28975393
অজ্ঞতা ও অভিযোগের জবাব-৮ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/29018898
কোরআনের সাংখ্যিক মাহাত্ম্য নিয়ে বিভ্রান্তি লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28990917
কামরান মির্জার অজ্ঞতা ও মিথ্যাচারের জবাব – ১ লিখেছেনঃ এস এম রায়হান
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28988410
কামরান মির্জার অজ্ঞতা ও মিথ্যাচারের জবাব – ২
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28988852
কামরান মির্জার অজ্ঞতা ও মিথ্যাচারের জবাব – ৩
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28989472
কামরান মির্জার অজ্ঞতা ও মিথ্যাচারের জবাব – ৪
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/smraihan/28989937
আল-কুরআনে সাংখ্যিক মিল (৩) : প্রতিসমতা [পর্ব-২] লিখেছেনঃ সাদাত
লিংকঃ http://bngsadat.amarblog.com/posts/88238/
আল-কুরআনে সাংখ্যিক মিল (৩) : প্রতিসমতা [পর্ব-১] লিখেছেনঃ সাদাত
লিংকঃ http://bngsadat.amarblog.com/posts/87983/
পর্ব ১০ আল-কুরআনের খুঁত ধরার ধূর্ত খেলা!
নাস্তিকের অংক কষা! [ আল-কুরআনের খুঁত ধরার ধূর্ত খেলা!] লিখেছেনঃ সাদাত
লিংকঃ http://bngsadat.amarblog.com/posts/96798/
‘মুক্তমনা’র যুক্তিখন্ডন : আল-কুরআনের খুঁত ধরার খেলা লিখেছেনঃ সাদাত
লিংকঃ http://bngsadat.amarblog.com/posts/96693/
‘মুক্তমনা’র যুক্তিখন্ডন (আল-কুরআনের খুঁত ধরার খেলা)- ২ লিখেছেনঃ সাদাত
লিংকঃ http://bngsadat.amarblog.com/posts/96595/
‘মুক্তমনা’র যুক্তিখন্ডন (আল-কুরআনের খুঁত ধরার খেলা)-১ লিখেছেনঃ সাদাত
লিংকঃ http://bngsadat.amarblog.com/posts/96301/
পর্ব ১১ আল্লাহ পাকের পরিচয়
সবার আগে কোন্ বিষয়ে জ্ঞান লাভ করতে হবে? লিখেছেনঃ মুস্লিম৫৫
লিংকঃ http://shodalap.com/2010/01/11/knowledge-preference/
আল্লাহ্ সম্বন্ধে জ্ঞান লিখেছেনঃ মুস্লিম৫৫
লিংকঃ http://shodalap.com/2010/01/13/knowledge-about-allah/
আর কিছুই আল্লাহর মত নয় লিখেছেনঃ মুস্লিম৫৫
লিংকঃ http://shodalap.com/2010/01/17/none-unto-like-allah/
আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? লিখেছেনঃ আবূসামীহা।
লিংকঃ http://www.somewhereinblog.net/blog/abusamihahblog/28753414
বিশ্বাস
বিশ্বাসসের লজিক টি খুলা খুলি করা উচিত । মনে করুন , আপনার কাছে জবের জন্য একই বিষয়ের তিন জন ব্যক্তি এল , একজন সাধারন কলেজ থেকে পাশ, আরেক জন ঢাকা ইউনিভারসিটি থেকে পাশ , আরেকজন অক্সফোরড ইউনিথেকে পাশ । সাব্জেক্ট একই । তাহলে কিন্তু আপনি অক্সফোরড কে বেশী দাম দিবেন, তার পর ঢাকা ইউনিভারসিটি তার পর কলেজ । কারন বিশ্বাস । আর এই বিশ্বাস দিয়েই পৃথিবী চলতেছে । এই বিষয়টি অত্যান্ত গভীর । বুঝা যতেষ্ট কষ্ট কর ।
ইমাম গাজ্জালি রঃ এর এহইয়াউ উলুমিদ্দীন থেকে কিছু অংশ
প্রকাশ থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ্-এ কালেমার সাক্ষ্য দেওয়া ইসলামের ৫ম স্তম্ভ এর মধ্যে একটি.এর প্রথম বাক্য তওহীদ এবং ২য় বাক্য রেসালত বিধৃত হয়েছে.
প্রথমত-একাত্ববাদ আল্লাহ্ এক তার কোন শরীক নেই,তিনি একক তার মত কেউ নাই ,তিনি অমুক্ষাপেক্ষি তার প্রতিদ্বন্দী এবং সমকক্ষ কেউ নাই.তিনি চিরন্তন যার কোন শুরু নেই.তিনি সদা প্রতিস্ঠত ,যার কোন শেষ নাই.দতনি সদা বিদ্যমান,যার কোন অবসান নেই.তিনি অক্ষয় যার কোন ক্ষয় নাই.তিনি সবার প্রথম এবং শেষ.তিনি প্রকাশ্য এবং তিনিই গোপন.
পবিত্রতা এই বিস্বাস রাখা যে, আল্লাহ্ তা’আলা সাকার নন,সীমিত পর্দাথ নন,পরিমান বিশিষ্ট নন এবং বিভাজ্য নন.তিনি দেহের অনুরুপ নন.
তিনি কোন বিদ্যমান বস্তুর অনুরুপ তিনি নন এবং তিনি কোন বিদ্যমান বস্তুও তার মত নয়.
না তার সমতুল্য কেউ আছে না তিনি কারও সমতুল্য.
তিনি আরশ,আকাশ এবং পৃথিবীর সীমানা র্পযন্ত সবকিছুর উপরে.তিনি এই ভাবে উপরে যে আরশের নিকটেও নন,আবার পৃথিবী থেকে দুরেও নন.বরং তার র্মযাদা এই সব নৈকট্য এবং দুরত্বের অনেক উর্ধে.এতদসত্তেও তিনি প্রত্যেক বস্তুর সন্নিকটে এবং মানুসের ধমনির নিকটবর্তী.
তারনৈকট্য দেহের নৈকট্য এর অনুরুপ নয়.যেমন তার সত্তা দেহের সত্তার অনুরুপ নয়.তিনি কোন বস্তুর মধ্যে অনুপ্রবেশ করে না এবং কোন বস্তু তার মধ্যে অনুপ্রবেশ করে না.তিনি সময়ের বেস্টনির থেকে মুক্ত.তিনি স্থান কাল এবং জন্মের র্পুবে ছিলেন.তিনি এখনও তেমনি আছেন যেমন ছিলেন র্পুবে.তিনি নিজ গুনা বলীতে সৃস্টি থেকে আলাদা.তার সত্তায় তিনি ব্যতিত অন্য কেউ নাই.এবং অন্য কোন কিছুতেই তার সত্তা নেই.তিনি পরির্বতন ও স্থানন্তর থেকে পবিত্র.
তিনি গুনাবলীর র্পূনতায় কোন সংযোজনের প্রয়োজন রাখে না.বিবেক দ্বারাই তার অস্তিত্ব আপনা আপনি জানা হয়ে যায়.।
আমি চোখ খুলেছি কিন্তু আমি কোন কলম দেখতে পাচ্ছিনা? জ্ঞান তাকে বলল-এটা তুমি কি বলছ?ঘরের আসবাবপত্র কি ঘরের মালিকের ন্যয় হয়?তুমি কি জান স্রস্টার সত্তা অন্য কারো সত্তার মত না ?ঠিক সেরকম স্রস্টার হাত জড় জগতের অন্যান্য হাতের মত না.তার কলম জড় জগতের কলম এর মত না.তার সত্তার কোন শরীর নেই.তিনি কোন অবস্থানে আবদ্ধ নয়.তার হাত মানুষের হাত এর মত রক্ত,মাংস ওঅস্থির দ্বারা হঠিত নয়.তার কলম জড় জগতের কলম এর মত নয়.তার কলমের কোন স্বর বা অক্ষর নেই.তার লেখনিতে কোন কালির অংকন নেই.( সৌজন্যেঃ টোকাই সিকদার)
শেষাংশঃ ইসলাম নিয়ে আমরা অনেকেই ভুল ধারনায় রয়েছি। কারণ ইসলামের একটি সংজ্ঞা রয়েছে। তা নুরুল আনওয়ার নামক কিতাবে দেয়া আছে। সেখানে বলা হয়েছে- আল ইসলামু বাইনাল আকলি ওয়াল মুহাব্বাতি। ইসলাম হলো যুক্তি এবং আবেগের মাঝামাঝি। পুরোপুরি যুক্তির নাম ইসলাম নয়। আবার পুরো পুরি আবেগের নামও ইসলাম নয়।
লেখক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, শয়তানের গায়ে পাথর নিক্ষেপ, বা পাথরে চুমু খাওয়া কোন যুক্তিতেই প্রমাণ করা যাবেনা। এগুলোর পেছনে যা রয়েছে তা হলো মুহাব্বত বা আবেগ। সব জায়গায় আবার আবেগ নেই। অনেক আধুনিক শিক্ষিত লোককে দেখেছি ইসলামকে আকল বা যুক্তি দিয়ে বিচার করতে। এটাও ভুল। সব জায়গায় যুক্তি নেই।
আমার মনে হয়না নাস্তিকদের সামনে যুক্তি উপস্থাপন করলেই তারা বিশ্বাস করবে। কারণ নাস্তিকদের সাইকোলজি হলো- অস্তিত্বকে অস্বীকার করা। তারা ঈশ্বরের অস্তিত্ব কেন নিজের অস্তিত্বেকই অস্বীকার করে। আর যিনি নিজের অস্তীত্বকে অস্বীকার করে তাকে তো অন্য কিছুর অস্তিত্ব বিশ্বাস করানো যায়না।
একজন ইমাম একবার এক নাস্তিকের উত্তর দিয়েছিলেন এভাবে। নাস্তিক জিজ্ঞাসা করলো আল্লাহ থাকলে দেখিনা কেন? ইমাম শোনা মাত্রই তার দিকে একটি পাথর নিক্ষেপ করলেন। পাথর গিয়ে ওই নাস্তিকের গায়ে আঘাত করলো। তিনি কাজীর কাছে বিচার দিলেন। বললেন, শুধু প্রশ্ন করার কারণেই আমাকে আঘাত করে ব্যাথা দেয়া হয়েছে। কাজী ইমামকে ডাকলেন। ইমাম বললেন, আমি তাকে আঘাত করিনি। তার প্রশ্নের জবাব দিয়েছি মাত্র। কাজী ব্যাখ্যা চাইলেন। তিনি বললেন, ওই নাস্তিককে আমি যে আঘাত করেছি তার প্রমাণ কি? নাস্তিক দেখালো পাথরের আঘাতে তার শরীরের একাংশ ফুলে উঠেছে। ইমাম জিজ্ঞাসা করলেন, ব্যাথা কোথায় দেখান? নাস্তিক বললো, পাগল নাকি? ব্যাথা কি দেখােনা যায়? এবার ইমাম বললেন, ব্যাথার অস্তিত্বের কথা বলছো আর ব্যাথা দেখাতে পারছোনা। এভাবে আল্লাহরও অস্তিত্ব রয়েছে। কিন্তু তাকে দেখা যায়না। ফুলে যাওয়া শরীরের মতো কিছু চিহ্ন দেখে বুঝতে হয়। এই বিশ্ব সংসার এমনি এমনি তৈরী হয়নি। নাস্তিক নিজেও অটোমেটিক তৈরী হযনি। এইসব চিহ্ন দেখে আল্লহকে বুঝতে হয়।
আমি দশ বছর ধরে রাজধানীর বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করে আসছি। আমার মনে হয়েছে সব নাস্তিক শেষ পর্যন্ত পত্রিকায় গিয়ে জমে!? এ কারণে নাস্তিকদের সাইকোলজি খেয়াল করে দেখেছি। আমার যা মনে হয়েছে তারা স্বাভাবিক নয়। এটাও একটা মানসিক রোগ। এবিষয়ে সাইকোলজিস্টদের আরো গবেষণা করা উচিত।
ব্লগে এসে আরিফুর রহমান( আল্লাহর পরিচয়!) নামের এক স্বঘোষিত নাস্তিকের দেখা পেলাম। এই নাস্তিক আমার চক্ষু খুলে দিয়েছে। যুক্তিহীনতাই যে নাস্তিস্কবাদীতার আসল চেহারা তা প্রকাশ করতে সে কার্পণ্য করছেনা। কিন্তু সে অন্যের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছ। রীতিমতো আঘাত করে যাচ্ছে। এটা কোন ব্লগীয় নীতি হতে পারেনা। (সৌজন্যেঃ সায়েমুজজ্জামান)
[[বি দ্রঃ লেখাতে অনেক ভুল থাকতে পারে, আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন-আমিন। আমি ভুল গুলি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। কারো কাছে এই বিষয়ের উপর সুন্দর পিকচার থাকলে দিতে পারেন, আমি আপ্লোড করার চেষ্টা করব ইনশি-আল্লাহ। আপনারা সবাই লিংক বিভিন্ন জনের কাছে দিয়ে এবং প্রিয়তে রেখে সহায়তা করুন। এখানে হয়ত অনেক গুরুত্তপূর্ন লিখা না থাকতে পারে, আপনারা দিলে এড করতে চেষ্টা করব ইনশি-আল্লাহ। ভুলের জন্য আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন-আমিন]]
@ ফুয়াদ ভাই, “আরিফুর রহমান” নামের ঐ নিক যেভাবে গালাগালি করেও বহাল তবিয়তে ব্লগে বিদ্যমান থাকে তাতেতো আমার মনে হয়, সে ব্লগের মডারেটর লেভেলের অথবা তাদের বন্ধু লেভেলের কেউ হবে। আপনি যদি কম্পিউটার সফটওয়্যার outsourcing সম্পর্কিত সাইটগুলোতে যান তাহলে দেখবেন যে, সেখানে ব্লগে লিখার জন্য আবেদনপত্রও চাওয়া হয় এবং কিছু নমুনা পাঠাতে বলা হয়। সুতরাং , আমার মনে হয়, এরা যেভাবে প্রচুর সময় দিয়ে ইসলামের বিরুদ্ধে লিখে , আসলে এটা তাদের রুজিরোজগারের একটা উপায় ইসলামবিরোধী ইহুদি-নাসারা ফান্ড থেকে। তাই এদের পিছনে সময় নষ্ট করার কোন মানে হয় না।
আরেকটি বাংলা সাইট যেখানে তারা লিখে রেখেছে যে, কোন ইম্পোজ করা ছবি দেয়া যাবে না। অথচ আমাদের নবী ও তার স্ত্রীগণকে নিয়ে কাল্পনিক সব বাজে ছবি দিয়ে রাখা হয়েছে। আমি ঐ সাইটের মডারেটরদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জবাব দেয় যে, ইম্পোজ করা ছবি নাকি আমাদের সমাজের মেয়েদের জন্য মানহানিকর, তাই ঐ ব্যবস্থা । কিন্তু নবীর কাল্পনিক ছবির ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তা নাকি কট্টোর মৌলবাদীতার লেভেলেই পড়ে যায় , তাই সেটা করা যাবে না।
কি বিচিত্র সব অন্তরে “সীল মারা” বুদ্ধিমত্তা । তাই আমি কিছু ইসলামিক সাইট যারা ইসলামবিরোধীদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য dedicated তাদের লিংকগুলো ইসলামবিরোধী লেখায় দিয়ে থাকি। আমাদের সবারই এরকম সাইটের ডাটাবেজ থাকা উচিত। এতে খামাখা সময় নষ্ট হবে না আশা রাখি।
ধন্যবাদ।
@মালেক_০০১,
ঐখানে কোন এক অজানা কারনে মুস্লিম৫৫ ভাই কে ওয়াচ থেকে ব্যন করা হয়েছে। আমরা ভুল করেছি ফ্লেট ফ্রম গুলি আমাদের তৈরি করা উচিত ছিল, বিদেশীরা নয়। কিন্তু ব্লগ গুলি বিদেশীরা তৈরি করে দিয়েছে। এদের আবার মুক্তচিন্তা নামক শব্দ দিয়ে বিশেষ ভাবে আবদ্ধ। তাই আবদ্ধ চিন্তা দিয়ে ব্যন থেকে ওয়াচ থেকে জেনারেল করা হবে। কি করবেন বলেন।
আমার এই সংগ্রহ কেমন লাগল ? বহুত সময় নিয়ে লিখেছিলাম। ই-বুকটি নাস্তিক বা তাদের সমমনাদের লিংক দিতে পারেন, আল্লাহ পাকের ইচ্ছায় তাদের দিকে লক্ষ্য রেখেই তৈরি করেছি। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন। আপনাকে ধন্যবাদ।
@ফুয়াদ, বাংলা ভাষায় এটি একটি বেশ ভাল সংগ্রহ। আপনাকে ধন্যবাদ।
আল্লাহ আমাদের কোরআন-সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন । আমীন।
ভয়ের কোনই কারণ নেই। কারণ সত্যের জয় সুনিশ্চিত।পৃথিবী যদি উল্টেও যায় যা সত্য তা সত্যই থাকবে।
@তালহা তিতুমির,
সহমত।
অনেক দিন ধরে এরকম একটি পোস্ট কারো কাছ থেকে আশা করছিলাম। লেখক ভাইকে আল্লাহ তা’আলা উত্তম বিনিময় দান করুন।