দলিল পেতে সহায়তা করুন এবং একটি প্রশ্নের উত্তর দেন।
লিখেছেন: ' রাতদিন' @ রবিবার, মার্চ ২৮, ২০১০ (১:০১ অপরাহ্ণ)
১ হযরত আলী রাঃ এর হজরত উসমান রাঃ অথবা হযরত উমর রাঃ এর শাষন কালে, একটি আল কুরানের সংখ্যা ব্যাবহার করে, একটি মেয়ের বাচ্চা ৭ মাস বা ৬ মাস(আমি ভুলে গেছি) হতে পারে তাই প্রমান করেছিলেন। তার আগ পর্যন্ত মানুষ মনে করত, কম পক্ষে ৭(শিয়র না) বা ৮ বা ৯ মাস লাগে বাচ্চা জন্ম নিতে। বর্তমানের বিজ্ঞানের যুগেও হযরত আলী রাঃ এর ঐ বইক্তব্য প্রমানিত হয়।
২ ইবনে আব্বাস রাঃ মনে হয়, ২৭ রমজান সবে কদর বলে মনে করতে সংখ্যা তত্বের ভিত্তিতে। ৩*৯=২৭ । আমরা যদি হাদিস সাহাবীদের জীবনি ঘাটা শুরু করি, নুতুন গবেষনা করি আরো পাওয়া যাবে।
আল কুরানের যে খানে যে সংখ্যা ব্যাবহার করা হয়েছে তা গুরুত্ব পূর্ন। কারন, মহা বিশ্ব গানিতিক ভাবে চলে, গনিত বিজ্ঞানের ভাষা।
প্রশ্ন, আমরা কি জয়ীফ এবং দুর্বল হাদিস গুলি সঠিক ভাবে সংরক্ষন করেছি?
এগুলো সংরক্ষন রাখা জরুরি।
Processing your request, Please wait....












এই দুটি হাদিসের দলিল আমার জানা নেই।
উত্তরঃ আমরা না, ইসলামের যোগ্য উত্তরসূরিগণ অনেককিছুই সংরক্ষণ করে গেছেন
।
@মালেক_০০১,
আমি নিজে পড়েছি। পাইলেই জানাব। আমার হাতের কাছে কোন বই নেই
আমরা কি উত্তরসূরি নই?
@ফুয়াদ, হাদিস সংকলন ও যাচাই-বাছাইয়ে পূর্ববর্তি আলেমগণ তাদের সারা জীন্দেগি দিয়ে দিয়েছেন। আমি বলেছি যোগ্য উত্তরসূরি। আমরা উনাদের পায়ের নখের সমানও না।