লগইন রেজিস্ট্রেশন

কর্তৃপক্ষ কি একটু শুনবেন, আমার একটি আবদার

লিখেছেন: ' রাতদিন' @ বুধবার, মে ৫, ২০১০ (৯:৫০ পূর্বাহ্ণ)

আমার একটি আবদার ছিল। আমি মুসলিম, তাই আমি আধিকার রাখি এই আবদার করার। ব্যান করে লাভ কি? সবাই সবার কাজ করুক। এভাবে তো ব্লগ হয় না। মনে করুন কেউ আমার নামে মাইক লাগিয়ে সারা দুনিয়া তে প্রচার করল আমি খারাপ মানুষ কিন্তু আল্লাহ পাক মানলেন না। তাহলে কে আছে এমন যে বলতে পারে আমি ক্ষতি গ্রস্থ।
কেউ যদি হযরত আরশাফ আলী থানবি রঃ কিংবা আলবানী রঃ কে খারাপ মানুষ বলে সারা দুনিয়ায় প্রচার করে, তাহলেই কি তারা খারাপ হয়ে গেলেন নাকি। বিষয় গুলি এত সহজ না। তাই, মুসলমান দের সকল দলের মত প্রকাশের স্বাধিনতা নিশ্চিত করুন।

উগ্র কমিউনিস্টদের দেখেন, তাদের আছে এক ডাজ ক্যাপিটাল। এই ক্যাপিটালের বিরুদ্ধে কিছু যারা বলে, মানে কমিউনিজম প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে তাদের তারা গুপ্ত হত্যা করত (বর্তমানে নেই)। উগ্রবাদীরা যদি একটুকু বিবেক কাঠাত তাহলে কিন্তু তারা করতে পারতো না।

উগ্র হিন্দুদের দেখেন, গুজরাটে হাজার হাজার মুসলিম কে হত্যা করল। এখন যদি তারাও কাউকে অন্ধভাবে সমর্থন না দিয়ে বিবেক ব্যাবহার করত, তাহলে কি পারত এভাবে এত হিংস্র হতে।

এত দূর যাওয়ার কি দরকার, পাকিস্তান আর্মির লোকজন বিশেষ করে, ইয়াহিয়া খানের সামান্য বিবেক বলে কিছু যদি থাকত, কিংবা বাংলার গরিব দুঃখি মুসলিমদের জন্য যদি সামান্য ভালবাসা থাকত। তাহলে এভাবে কি হত্যাকান্ড করতে পারত।

আমার আবদার, কে কি বলল, এতে দুনিয়া উল্টিয়ে যাবে না। আল্লাহ পাক যাকে সম্মান দিবেন, কেউ নেই যে তার সম্মান নিয়ে নিতে পারে। তাই সকল জোর জবর বাতিল করা হোক। কেউ ভুল করলে আগে সাবধান করে পরে সংশোধন না হলে, ব্যাবস্থা নেওয়া হোক।

আর কতকাল ঘুমিয়ে কাটাবে হে মুসলিম,
দুনিয়াতে কত জ্ঞান ছড়িয়ে আছে,
তুমি কি নিবে না,
তুমি কি দেখ না, হায়ানার মত শয়তান রা,
নিজেদের শক্তি আর ক্ষমতা প্রকাশ করছে,
আর দাবিয়ে রেখেছে দুর্বল, আর আসহায় কে,
তুমি কি বুঝ না, তোমাকে জেগে উঠতে হবে,
অন্যায়ের এই বিশাল বাধ, তোমাকে ভাংতে হবে,
না-হ তাও তুমি ঘুমিয়ে থাকবে।

হে আল্লাহ পাক, হে আমার মালিক,
তুমি বলেছ যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি,
তাহলে জাগিয়ে তুলবে এক দলকে,
যারা নিজেদের অপবাদেও পিছায় না, শত্রুর অপবাদেও পিছায় না,
হে আল্লহ পাক, আমাদের কি তাও বুঝ হবে না।
হে আল্লাহ পাক, আমাদের জ্ঞান দাও,
আমাদের জ্ঞান দাও, জ্ঞান দাও।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৪৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৫ টি মন্তব্য

  1. একবার তো ওয়ার্নিং হল, তাই এখন যাদের ব্লক করা হয়েছে, তাদের আন ব্লক করতে পারেন।

  2. যাদের ব্লক করা হয়েছে, তাদের ব্লক না করে তাদের কথাগুলোর জবাব দেবার চেষ্টা করলেই ভালো হত।

  3. আসসালামু আলাইকুম,

    আপনার পোস্টের জন্য ধন্যবাদ । “মেরিনার” এবং “Manwithamission” কে আবার অনুমোদন দেয়া হোলো । তবে ওনাদের যেকোনো লেখা মডারেশন করা হবে । আমরা চাইবো আমাদের কোনো ব্লগার ভাইরা অতীতের সলফে সালেহীনদের নিয়ে আক্রমনাত্নক লেখা না লিখে শুধুমাত্র নিজস্ব চিন্তাধারা প্রকাশ করবে , যেটা কাউকে আক্রমন না করেও করা সম্ভব ।

    আশাকরি সবাই বুঝতে পেরেছেন ।

    ওয়াসসালাম।

    ফুয়াদ

    @কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ],

    ধন্যবাদ। মুমিন ভাইয়ের সাথেও কথা হয়েছিল। তিনিও ফিরে আসতে চান। তাকে কি আন ব্লক করা যায়।

    কর্তৃপক্ষ [ পিস-ইন-ইসলাম ]

    @ফুয়াদ,

    ধন্যবাদ। মুমিন ভাইয়ের সাথেও কথা হয়েছিল। তিনিও ফিরে আসতে চান। তাকে কি আন ব্লক করা যায়।

    “মুনিম” কে অনুমোদন ( আন-ব্লক ) দেয়া হয়েছে ।

    ওয়াস সালাম।