বাবা এবং ছেলে
লিখেছেন: ' রাতদিন' @ বৃহস্পতিবার, মে ২০, ২০১০ (৭:৪২ অপরাহ্ণ)
ইহা সময় নয় কোন পরিবর্তনের,
শুধু শান্ত হও, সহজ ভাবে নাও,
তুমি এখনও যুবক, এটাই তোমার সমস্যা,
অনেক অনেক কিছুই, তোমাকে জানতে হবে,
কন্যা খোজে নাও, স্যাটেল হও,
যদি তুমি চাও, বিবাহ কর,
আমাকে দেখ, আমি বৃদ্ধ কিন্তু আমি সুখী।
আমি একদিন তোমার মত ছিলাম, আমি জানি ইহা সহজ নয়,
শান্ত হতে, যখন তুমি পাও কিছু একটা ঘটে চলছে,
কিন্তু সময় নাও, ভালো করে চিন্তা কর,
কেন তুমি এ সব কিছু পেয়েছ,
কারন তুমি এখানেই থাকবে, কিন্তু তোমার সপ্ন গুলি নয়।
(ছেলে)
আমি কিভাবে বর্ননা করব, যখন আমি চেষ্টা করি, সে অন্য দিকে চলে যায়,
এগুলো সব আগের মত, পুরাতন গল্প,
যখন থেকে কথা বলতে শিখেছি, তখন থেকেই আমি কথা শুনার হুকুম পেয়েছি,
এখন, একটি পথ আছে, আমি জানি, আমাকে যেতে হবে,
আমি জানি, আমাকে যেতে হবে।
(বাবা)
এখন সময় নয় কোন পরিবর্তনের,
বসো, ইহা আস্তে আস্তে নেও
তুমি এখনও যুবক, এটাই তোমার সমস্যা,
অনেক অনেক কিছুই, তোমাকে জানতে হবে,
কন্যা খোজে নাও, স্যাটেল হও,
যদি তুমি চাও, বিবাহ কর,
আমাকে দেখ, আমি বৃদ্ধ কিন্তু আমি সুখী।
(ছেলেঃ অনেক দূরে অনেক দূরে, সিদ্ধান্ত আমাকেই নিতে হবে)
(ছেলে)
যত সময় আমি কেদেছি, রেখেছি আমি যতসব জানি,
ইহা কঠিন, কিন্তু ইহা উপেক্ষা করা মহা-কঠিন,
যদি তারা সঠিক হয়, আমি একমত হব, কিন্তু তুমি জান এটা আমি নই, এটা তারা
এখন, একটি পথ আছে, আমি জানি, আমাকে যেতে হবে,
আমি জানি, আমাকে যেতে হবে।
(পিতাঃ থাকো থাকো থাকো, কেন অবশ্য-ই যেতে হবে, কেন তোমাকে একা সিদ্ধান্ত নিতে হবে?)
-ইউসুফ ইসলাম(ক্যাট স্টিভেন)
(অনুবাদ উতৃসর্গঃ যারা অযথা {মারামারি মার্কা}বিপ্লবের অন্ধ সমর্থক)
একটা বিষয় মনে হয় আপনার বুঝতে ভুল হচ্ছে।
ব্লগে যারা প্রচলিত গণতন্ত্রের বিপক্ষে তারা কিন্তু কেউই ‘মারামারি মার্কা’ বিপ্লবের সমর্থক না। অন্ত:ত আমার তাই মনে হয়েছে।