একটি ওয়েব সাইটের রিভিউ ও দ্বীনদার ভাইদের অংশগ্রহণ এবং আমার ভাবনা
লিখেছেন: ' guest' @ মঙ্গলবার, জুলাই ১০, ২০১২ (৮:৩১ পূর্বাহ্ণ)
এটাই এই ব্লগে আমার প্রথম লেখা। তেমন কাজের কোন পোস্ট পাইনা এখানে। কেউই দলীয় স্বার্থের উপরে ইসলাম কে কল্পনা করতে পারছে না। চরমোনাই, দাওয়াতুল হক, তাবলীগ জামাত, আহলে হাদীস, দেওবান্দী এই নিয়ে তর্ক ছাড়া তেমন কোন পোস্ট চোখে পরে না। অথচ এই সব বিতর্ক দ্বারা কোন সমাধান হতে দেখলাম না। না কোন আহলে হাদীস দেওবান্দী হয়েছেন আর না কোন চরমোনাই মুরীদ তার আকীদা থেকে তওবা করেছেন। শুধু আহমাদ ভাই কে দেখলাম এই সব তর্কের বাইরে ঐক্যমতে আগ্রহী।
আমাদের এক সহব্লগার কিছু দিন আগে বিবিধ.কম সাইটটির সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি ওখান থেকে কয়েকটি পোস্ট কপি পেস্ট করে দিয়েছিলেন। সাইট টি দেখলাম। চার পাঁচটার মত কিছু ইসলামিক পোস্ট আছে। তবে পোস্ট গুলো কাজের। একটা অতি জরুরী পোস্ট পেলাম। সহশিক্ষামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের খবর। আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আসলে আমি খুঁজতে ছিলাম এমন এক পোস্ট। একটা নন ইসলামিক সাইটে পেলাম পোস্ট টি। অথচ এই ইসলামিক সাইটে কিছু ঝগড়া ছাড়া আর কিছু দেখলাম না।
একই সাথে আমি ধন্যবাদ জানাই ঐ সমস্ত ভাইদের যারা এই সব দুনিয়াদারদের সাইটে ঢুকে স্রোতের বিপরীতে ইসলামের কথা লিখছেন। আবার এমন পোস্ট দিয়েছেন যাতে সাধারণ মানুষ ইসলামের মধ্যে এই সব বিতর্ক থেকে দূরে থাকে। আমরা কি পারিনা এই সব বিতর্ককে দূরে রেখে মানুষ মোহাম্মাদ স. এর ইসলামের সাথে পরিচয় করিয়ে দিতে?
ধন্যবাদ। আপনাদের মতামত স্বগতম।
সহমত। আপনার থেকে তেমন কিছু লেখা আশা করছি। আপনি শুরু করুন দেখবেন অন্যরাও চলে আসবে।
সত্যি, এরকম দরদ নিয়ে লিখবেন আপনাকেও সবাই দরদী ভাষায় লিখবে ।
আর যদি শক্ত ভাষায় লিখেন জবাব ও শক্ত ভাষায় আসবে । (সকলের জন্য, আমার ক্ষেত্রেও, শুধু আপনাকে নয় )
সত্যি বলতে কি আমরা ওরকম আত্মশুদ্ধি সম্পন্ন লোক নই যে আপনার (কারো) লেখার ভাষা শক্ত হলেও আমরা আপনার(তার) জন্য নরম ভাষা ব্যবহার করতে পারবো । (অনেকের ক্ষেত্রে, আমার মনে হয়)
তবে দোয়া করবেন যেন সকলে আত্মশুদ্ধির চেস্টা করে ।
ঐ সমস্ত ভাই যারা দুনিয়াদারদের সাইটে ঢুকে স্রোতের বিপরীতে ইসলামের কথা লিখছেন তাদের মধ্যে এ সাইটের ব্লগারও আছেন ।
আমি সামহোয়ারইন ব্লগে লিখতেছিলাম কিন্তু হঠাৎ একদিন লগইন করতে গিয়ে ”দুঃখিত আপনাকে ব্যান করা হয়েছে” ।
@kawsartex,শুনে দুঃখিত হলাম। আসলে ওসব জায়গায় একটু সাবধানতার সাথে এগুতে হয়। অনেকে বলেন হেকমতের সাথে অর্থাৎ কৌশল। তবে কৌশল মানে কিন্তু ছলচাতুরী নয়। কেউ কেউ আছে দ্বীনের নামে ছল চাতুরী অবলম্বন করেন আর বলেন যে একটু হেকমত অবলম্বন করলাম। আল্লাহ মাফ করুন আমাদের।
সত্যের সাথে লিখে এগিয়ে যান। শুভ কামনা রইল।