রমজানে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদাভ্যাস
লিখেছেন: ' guest' @ বুধবার, জুলাই ১৮, ২০১২ (১১:১২ অপরাহ্ণ)
আরেক খানা পোস্ট দেখুন। কোন দ্বীনদার ভাই হয়তঃ দিয়েছেন। হতে পারে স্রোতের বিপরীতে চলা সাইটে ইসলামিক কথা বার্তা বলার জন্য এক হেকমত বা কৌশল অবলম্বন করছেন। শুভ কামনা রইল তার প্রতি।
তবে কেউ জানেন নাকি রমজানের পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদাভ্যাস কি হতে পারে। বিশেষতঃ যারা দেশের বাইরে থেকে এই ব্লগে লিখছেন তারা যদি স্ব স্ব দেশের কথা শেয়ার করেন তাহলে হয়তঃ একটা সুন্দর আইডিয়া পাওয়া যাবে।
৫৯ বার পঠিত