লগইন রেজিস্ট্রেশন

বিশ টাকার বিনিময়ে বিশ কোটি টাকার সম্পদ বিক্রি

লিখেছেন: ' habib008' @ শনিবার, সেপ্টেম্বর ৩, ২০১১ (৮:৫৮ পূর্বাহ্ণ)

আমার পরিচিত এক জন প্রবাসী। তিনি এক দিন তার কফিলের বাড়িতে লাগানোর জন্য একটা পানির ফিল্টার কিনতে দোকানে যাচ্ছেন। আমাকে সাথে যেতে বললেন তো গেলাম। ফিল্টার কেনার পর যা মূল্য এসেছে তার রিসিড লিখার সময় দোকানদার তার কাছে জিজ্ঞেস করলেন ‘ বাড়াইয়া লিখতে হবে’?
তিনি বললেন “হ্যাঁ বিশ রিয়াল বেশি লিখে দেন।”
আমি দোকানদারকে বললাম এক মিনিট অপেক্ষা করুন আমরা একটু কথা বলি তার পরে লিখবেন। তিনি বললেন ঠিক আছে। তার পর আমি সেই পরিচিত জনকে এক পাশে নিয়ে বুঝালাম, ভাই আপনি বিশ রিয়াল বেশি লিখতে কেন বললেন? এই বিশ রিয়াল আপনার জন্য হালাল হবে না। আপনি কি ভেবে দেখেছেন যে বিশ রিয়াল দিয়ে আপনি বিশ কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান সম্পদ-আপনার আমানতদারী বিক্রি করে দিচ্ছেন?
তিনি আমার কথায় কান দিলেন না। বললেন টুক টাক কিছু ইনকাম না করলে নাকি চলে না।
এই হল আমাদের অবস্থা । যারা নেতা নেত্রীদের দোষ গেয়েই দিন পার করছেন তারা নিজেদের আমলটাও একবার দেখুন। আমি অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করছি না। তবে আগে জিনের আমল শুদ্ধ করতে বলছি।
কেও যদি অন্যায় করার সুযোগ না পাওয়ার কারণে অন্যায় না করে তার চেয়ে ঐ ব্যাক্তি হাজার গুন উত্তম যে অন্যায় করার সুযোগ পেয়েও অন্যায় থেকে বিরত থাকে।
আমরা যে যেখানে আছি সেখানেই যদি নিজের আমল শুদ্ধ করি তাহলে আশা করা যায় গোটা দেশ শুদ্ধ হয়ে যাবে।
কবি আল্লামা ইকবাল বলেছেন
“ছবক পের পড় ছদাকত কা আদালত কা শুজাআত কা
লিয়া জায়েগা তুজছে কাম দুনিয়া কি ইমামত কা”
অর্থাৎ সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা আর বাহাদুরির ছবক তুমি আবার পড় । তাহলে তোমাকেই দুনিয়ার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে।

একই বিষয়ে এই লেখাটাও দেখা যেতে পারে।
মুসলিম জাতির বিজয়ের পথে তুমিই প্রতিবন্ধক

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)