ইখলাছের শক্তি
লিখেছেন: ' habib008' @ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০১১ (১২:৩৯ অপরাহ্ণ)
মাওয়ায়েজে আশরাফিয়াতে একটি সত্য ঘটনা পড়েছিলাম। তারিখ আর স্থান মনে নাই। শুধু ঘটনা টা মনে আছে । তা হল এক গ্রামে একজন দীনদার বুড়ো মানুষ ছিলেন। তিনি এক দিন ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে দেখলেন পথে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। এক জন নর্তকী নাচতেছে আর শত শত মানুষ তা দেখতেছে আর মাইকে উচ্চ ভলিউমে গান বাজতেছে।
দেখে বুড়োর রাগ এসে গেছে। তিনি এগিয়ে গেলেন , এবং তার হাতে থাকা লাঠি দিয়ে নর্তকীকে পিটাতে লাগলেন এবং সামনে যাকে পাচ্ছে তাকেই পিটাতে লাগলেন। যারা অনুষ্ঠান দেখছিল সবাই যে যেদিকে পারে দৌড়ে পালিয়ে গেল। অনুষ্ঠান পণ্ড হয়ে গেল।
পরে অনুষ্ঠানের আয়োজকরা ভাবল বুড়োর বিরুদ্ধে মামলা করবে। তাই তারা নর্তকীকে বলল
আমরা বুড়োর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। তোমাকে মামলার বাদী হতে হবে।
নর্তকী বলল, আমি বাদী হতে পারবো না।
আয়োজকরা বলল তাহলে আমরা বাদী হব তুমি সাক্ষী হবে।
সে বলল আমি সাক্ষীও দেবো না।
আয়োজকরা বলল কেন? সাক্ষীও হবে না কেন? বুড়ো তোমাকে মারলো আমাদের আয়োজন নষ্ট করে দিল।
নর্তকী বলল তোমরা বুঝতে পারছো না কিছু? এক জন বুড়ো মানুষের ভয়ে তোমরা এত গুলো শক্তি সামর্থবান মানুষ কেন পালিয়ে যেতে বাধ্য হলে বুঝতে পারছো না? আমি স্পষ্ট বুঝতে পারছি বুড়োর পক্ষে আল্লাহর সাহায্য আছে । না হলে একজন বুড়ো মানুষের ভয়ে তোমরা পালিয়ে যেতে বাধ্য হতে না। সুতরাং আমি আর তোমাদের সাথে নাই।
সেই নর্তকী আল্লাহর কাছে তৌবা করে নেককার হয়ে গেল।
এখানে দেখা যায় যে যেকাজে এখলাস বা নিষ্ঠা থাকে তাতে আল্লাহ তালার সাহায্য থাকে এবং তাতে আল্লাহর পক্ষ থেকে অনেক শক্তি থাকে।
শেখ সাদি রঃ বুস্তাঁ’র মধ্যে একটি ঘটনা লিখেছেন এরকম। এক ব্যাক্তি বাঘের উপর সওয়ার হয়ে চলে যাচ্ছে। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব। তখন তিনি বললেন অবাক হওয়ার কিছু নাই। যে ব্যাক্তি আল্লাহ তালার হুকুম মানবে তার হুকুম প্রত্যেক প্রাণী মানবে।
যে ব্যাক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তালাও তার জন্য হয়ে যাবে।
আর কোরান মজিদে আল্লাহ তালা বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّـهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন। সুরা মুহাম্মদ =৭
আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি কাজ এখলাছের সহিত করার তৌফীক দিন। আমীন।
মাশাআল্লাহ্
@hasan.raha
আপোনাকে অনেক ধন্যবাদ।,
ভাল পোস্ট। ধন্যবাদ এই সুন্দর পোস্টের জন্য।
@নাজনীন, আপোনাকে্ও অনেক অনেক ধন্যবাদ।
শুকরিয়া।
@এম এম নুর হোসেন, অনেক ধন্যবাদ।