একটি সাজেশান্স শেয়ার করলাম।
লিখেছেন: ' হাফেজ মোঃ আল্-আমিন' @ মঙ্গলবার, মে ২৬, ২০১৫ (৬:৩১ অপরাহ্ণ)
ফাজিল ৩য় বর্ষ।
ইসলামের ইতিহাস ১ম পত্র।
১০ টি প্রশ্ন থাকবে ৫টির উত্তর দিতে হবে।
১। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর।
২। আরবের ভৌগলিক অবস্থার বিবরণ দাও। এর পরিবেশ আবহাওয়া ও জলবায়ু আরবদের চরিত্রের ওপর কী ধরণের প্রভাব ফেলেছিল? আলোচনা কর।
৩। অজ্ঞতার যুগ বলতে কী বুঝ? ইসলাম র্পূব আরবের ধর্মীয় অবস্থা আলোচনা কর।
৪। হিজরতের কারণ সমূহ আলোচনা কর এবং ইতিহাসে এর গুরুত্ব বিস্তারিত লেখ।
৫। উহুদ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। এ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ মুল্যায়ন কর। এ যুদ্ধের প্রধান শিক্ষা কি?
৬। শাসক ও বিজেতা হিসাবে হযরত উমর রা. এর কৃতিত্ব মূল্যায়ন কর।
৭। ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব মূল্যায়ন কর।
৮। সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সঃ) এর বিদায় হজের ভাষনের গুরুত্ব আলোচনা কর।
৯। বিশ্ব বিজয়ের পূর্বে আরবদের প্রথম আরব দেশকেই জয় করতে হয়েছিল।রিদ্দার যুদ্ধের আলোকে বিশ্লেষন কর।
১০। খলিফা ওসমান রা. এর হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
১১। উমায়্যা বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া রা. এর অবদান আলোচনা কর।
১২। কারবালার মর্মান্তিক ঘটনা বিস্তারিত আলোচনা করে ইসলামের ইতিহাসে এর গুরত্ব নিরূপন কর।
১৩। ইতিহাসে আব্বাসীয় খলিফা হারুন অর রশিদ এত বিখ্যাত কেন?
১৪। আব্বাসীয়গণ কিভাবে তাদের খেলাফত প্রতিষ্ঠা করেছিল?
১৫। ওমর বিন আব্দুল আজিজ কে পঞ্চম খলিফা বলা হয় কেন?
১৬। খলিফা প্রথম ওয়ালিদের রাজত্বকাল দেশে বিদেশে গৌরবোজ্জল ছিল উক্তিটি ব্যাখ্যা কর।
১৭। আব্বাসীয় খলিফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আল মুনসুরের কৃতিত্ব মূল্যায়ন করা।
১৮। খলিফা আল মামুনের জ্ঞান বিজ্ঞান ও রাজত্বকাল সর্ম্পকে আলোচনা কর।
১৯। শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিকে সালজুকদের অবদান মূল্যায়ন কর।