শেখ সাদি (রহ:) এর একটি কবিতা
লিখেছেন: ' হাফিজ' @ বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০১৬ (৯:৫৫ পূর্বাহ্ণ)
খোদার স্নরণ ছাড়া কোনো কিছু করা জীবন বিনষ্ট করা ছাড়া আর কিছু নয়।
প্রেমের রহস্য না জেনে তুমি যা পাঠ করবে সবই বৃথা।
সাদি তার হৃদয় পট থেকে আল্লাহ ছাড়া সকলের চিত্র মুছে ফেলেছে।
যে জ্ঞেয়ান সত্য পথ দেখায় না সেটা জ্ঞেয়ান নয় বরং মূর্খতা ।।
— শেখ সাদি (রঃ)
৪৪৯ বার পঠিত
সুন্দর কবিতা।