একজন বৃদ্ধা মহিলা ও খোলাফায়ে রাশেদীন
লিখেছেন: ' হাফিজ' @ মঙ্গলবার, অক্টোবর ৩, ২০১৭ (৮:০২ পূর্বাহ্ণ)
হজরত আবু বকর (রাঃ) এর খেলাফতের সময় মদিনা শরীফে এক অন্ধ বৃদ্ধা মহিলা ছিলেন, যার খোঁজ খবর নেবার মতো কেউ ছিল না। হজরত ওমর (রাঃ) এটা জানতে পেরে তার খোঁজখবর নেবার জন্য সেহেরীর সময় তার কাছে গেলেন। গিয়ে দেখলেন তার যাবার পূর্বেই কেউ একজন সেই বৃদ্ধা মহিলার জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা এবং অন্যান্য কাজ করে গেছেন। হজরত ওমর (রাঃ) বিস্মিত হলেন।
দ্বিতীয় দিন আরো আগে তিনি বৃদ্ধার কাছে গেলেন। কিন্তু এদিনও দেখলেন কেউ ওমর (রাঃ) এর পূর্বেই যেয়ে বৃদ্ধা মহিলার প্রয়োজনীয় কাজ করে গেছেন। এরপর ওমর (রাঃ) ৩য় দিন গভীর রাত থেকেই সেই বৃদ্ধা মহিলার বাসার কাছেই লুকিয়ে থাকলেন। কে তার পূর্বে আসে সেটা দেখার জন্য। অপেক্ষা করতে করতে উনি দেখলেন ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই সময়ের খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের হিজরতের সাথী হজরত আবু বকর (রাঃ)। একজন অন্ধ গরীব বৃদ্ধা মহিলার সেবা করার জন্য আসছেন স্বয়ং খলিফা। যদিও তিনি ইচ্ছে করলে যে কাউকে পাঠাতে পারতেন সেই কাজ করার জন্য।
হজরত ওমর (রাঃ) বললেন, “হে রসূলের খলিফা কোনো সময়ই আপনার সাথে আমল করতে যেয়ে আমি অগ্রগামী হতে পারলাম না।”
(বই : হজরত ওমর (রাঃ) লেখক : ওমর তিলমিসানি , মিশর )